
বিশেষ প্রতিনিধি,সংবাদমেইল২৪.কম | সোমবার, ০৬ নভেম্বর ২০১৭ | প্রিন্ট
কুলাউড়ায় ইয়াবাসহ ব্যবসায়ী জুবেল মিয়া (৪০)-কে আটক করেছে পুলিশ।
সে উপজেলার কাদিপুর ইউনিয়নের কাদিরপুর গ্রামের মৃত আমির আলীর ছেলে। এসময় তার কাছ থেকে মোট ৩ শত ৩৭ পিছ ইয়াবা জব্দ করে পুলিশ।
রোববার (৫ নভেম্বর) রাত ১০ টার দিকে পৌর শহরের গর্ণভ্যালী সিএনজি স্টেশনের নিকট থেকে থানার এসআই জহিরুল ইসলামের নেতৃত্বে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, জুবেল দীর্ঘদিন যাবৎ ইয়াবা ব্যবসার সাথে জড়িত। এর আগেও তার বিরুদ্ধে থানায় ৪টি মামলার ওয়ারেন্ট ইস্যু করা আছে।
পুলিশ আরো জানায়, লোকচক্ষুর অন্তরালে পলাতক থাকা অবস্থায় সে ইয়াবা বেচা-কেনা করতো। কুলাউড়া পৌরশহরে সে অবস্থান করছে এমন গোপন তথ্যের ভিত্তিতে এএসআই মাসুদ ও এএসআই মহিন উদ্দিনকে সাথে নিয়ে এসআই জহির অভিযান পরিচালনা করেন। একপর্যায়ে উছলাপাড়াস্থ সিএনজি স্টেশনে পৌছলে পুলিশের উপস্থিতি টের পেয়ে সে পালিয়ে যাওয়ার চেষ্টা করেও ব্যর্থ হয়। এসময় পুলিশ তাকে ঘেরাও করে ৩ শত ৩৭ পিছ ইয়াবাসহ আটক করে।
ইয়াবাসহ জুবেলকে আটকের সত্যতা নিশ্চিত করে এসআই জহিরুল ইসলাম তালুকদার বলেন,মাদক সম্রাট জুবেল দীর্ঘদিন পলাতক ছিলো। তার সাথে এই ব্যবসায় আরও যারা জড়িত আছে সবাইকে আটকের চেষ্টা চালানো হচ্ছে।
Posted ৮:৪২ অপরাহ্ণ | সোমবার, ০৬ নভেম্বর ২০১৭
সংবাদমেইল | Nazmul Islam
.
.