
স্টাফ রিপোর্টার,সংবাদমেইল২৪.কম | সোমবার, ২১ নভেম্বর ২০১৬ | প্রিন্ট
কুলাউড়ায় ইয়াবাসহ আব্দুল গফফার(২২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
গফফার উপজেলার রাউৎগাও ইউনিয়নের বড়কাপন এলাকার মৃত আছলাম মিয়ার পুত্র।
(২০ নভেম্বর) রবিবার রাত ৯টায় পৌরশহরের জগন্নাথপুর রেলক্রসিং এলাকা থেকে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পৌরশহরের জগন্নাথপুর রেলক্রসিং এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ মাদক বিক্রেতা আব্দুল গফফারকে আটক করে পুলিশ সদস্যরা। এ ঘটনায় তার বিরুদ্ধে কুলাউড়া থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
কুলাউড়া থানার উপ-পুলিশ পরিদর্শক হারুনুর রশীদ বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
সংবাদমেইল২৪.কম/এন আই/এনএস
Posted ১০:৩৭ পূর্বাহ্ণ | সোমবার, ২১ নভেম্বর ২০১৬
সংবাদমেইল | Nazmul Islam
.
.