সোমবার ৫ জুন, ২০২৩ | ২২ জ্যৈষ্ঠ, ১৪৩০

কুলাউড়ায় ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে জয় পেলেন যারা

নিজস্ব প্রতিবেদক | সোমবার, ২৯ নভেম্বর ২০২১ | প্রিন্ট  

কুলাউড়ায় ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে জয় পেলেন যারা

কুলাউড়া উপজেলার ১৩ টি ইউনিয়নে ৩য় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফল অনুসারে ৭টি ইউনিয়নে নৌকা, ৪টি ইউনিয়নে আওয়ামীলীগের বিদ্রোহী এবং ১টিতে বিএনপি সমর্থিত স্বতন্ত্র এবং একটি ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, ১নং বরমচাল ইউনিয়নে ৬ হাজার ৪৩৫ টি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ বিদ্রোহী বর্তমান চেয়ারম্যান খোরশেদ আহমদ খান সুইট। তার নিকটতম প্রতিদ্বন্ধি আওয়ামী লীগের আবুল হোসেন খসরু পেয়েছেন ২ হাজার ৯৩১ ভোট।


২নং ভুকশিমইল ইউনিয়নে ৬ হাজার ৫৯৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন বিএনপি সমর্থিত স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান আজিজুর রহমান মনির বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি নৌকা মার্কার প্রার্থী মইনুল ইসলাম সোহাগ পেয়েছেন ৫ হাজার ৫০৮ ভোট।

৩নং ভাটেরা ইউনিয়নে ৩ হাজার ৪৮৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন আওয়ামীলীগের বিদ্রোহী বর্তমান চেয়ারম্যান সৈয়দ একেএম নজরুল ইসলাম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি নৌকা মার্কার জুবায়ের আলম সিদ্দিকী সেলিম পেয়েছেন ২ হাজার ৭৭৯ ভোট।


৪ নং জয়চন্ডী ইউনিয়নে ৯ হাজার ৫৬৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন নৌকা মার্কার প্রার্থী আব্দুর রব মাহাবুব। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপি সমর্থিত বর্তমান চেয়ারম্যান কমর উদ্দিন আহমদ কমরু পেয়েছেন ৬ হাজার ৪৬২ ভোট।

৫নং ব্রাহ্মণবাজারে ৮ হাজার ৬৪৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন আওয়ামীলীগের প্রার্থী বর্তমান চেয়ারম্যান প্রভাষক মমদুদ হোসেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী খান মইনুল হোসেন পেয়েছেন ৪ হাজার ৫৮২ ভোট।


৬নং কাদিপুর ইউনিয়নে ৭ হাজার ১৩৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন আওয়ামীলীগের প্রার্থী জাফর আহমদ গিলমান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান হাবিবুর রহমান ছালাম পেয়েছেন ৩ হাজার ৪৮ ভোট।

৭নং কুলাউড়া ইউনিয়নে ৩ হাজার ১১৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন নৌকার প্রার্থী মোছাদ্দিক আহমদ নোমান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগের বিদ্রোহী বর্তমান চেয়ারম্যান নার্গিস আক্তার বুবলি পেয়েছেন ২ হাজার ৯৭৯ ভোট ।

৮নং রাউৎগাঁও ইউনিয়নে ৪ হাজার ৭২৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন নৌকা মার্কার প্রার্থী আকবর আলী সোহাগ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপি সমর্থিত বর্তমান চেয়ারম্যান আব্দুল জলিল জামাল পেয়েছেন ৩ হাজার ৫৯১ ভোট।

৯নং টিলাগাঁও ইউনিয়নে ১০ হাজার ৩৬৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন নৌকা মার্কার মো. আব্দুল মালিক। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি নৌকা বিদ্রোহী বর্তমান চেয়ারম্যান আব্দুল মালিক পেয়েছেন ৬ হাজার ১১৯ ভোট।

১০নং হাজিপুর ইউনিয়নে ৬ হাজার ৬৩০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন আওয়ামীলীগের প্রার্থী ওয়াদুদ বখস। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপি সমর্থিত মো. মাহমুদ আলী পেয়েছেন ৪ হাজার ৪৪৪ ভোট।

১১নং শরীফপুর ইউনিয়নে আওয়ামীলীগের বিদ্রোহী ৫ হাজার ৬৭৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন খলিলুর রহমান খলিল। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামীলীগের প্রার্থী সাবেক চেয়ারম্যান চিনু মিয়া পান ২ হাজার ৯৬০ ভোট।

১২নং পৃথিমপাশা ইউনিয়নে ৬ হাজার ৬৭১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী জিমিউর রহমান চৌধুরী ফুল। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী সাবেক চেয়ারম্যান আব্দুল লতিফ পেয়েছেন ৪ হাজার ৬০ ভোট।

১৩ নং কর্মধা ইউনিয়নে ১১ হাজার ১২৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী মুহিবুল ইসলাম আজাদ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামীলীগের প্রার্থী বর্তমান চেয়ারম্যান আতিকুর রহমান পেয়েছেন ৪ হাজার ২৪৯ ভোট।

Facebook Comments Box

Comments

comments

advertisement

Posted ৯:৩০ অপরাহ্ণ | সোমবার, ২৯ নভেম্বর ২০২১

সংবাদমেইল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : মো. মানজুরুল হক

নির্বাহী সম্পাদক: মো. নাজমুল ইসলাম

বার্তা সম্পাদক : শরিফ আহমেদ

কার্যালয়
উপজেলা রোড, কুলাউড়া, মেলভীবাজার।
মোবাইল: ০১৭১৩৮০৫৭১৯
ই-মেইল: sangbadmail2021@gmail.com

sangbadmail@2016 কপিরাইটের সকল স্বত্ব সংরক্ষিত