রবিবার ২৬ মার্চ, ২০২৩ | ১২ চৈত্র, ১৪২৯

কুলাউড়ায় আশ্রয়ন প্রকল্পের উপকারভোগীসহ ২৬ পরিবার পেল সেলাই মেশিন

| বৃহস্পতিবার, ০২ সেপ্টেম্বর ২০২১ | প্রিন্ট  

কুলাউড়ায় আশ্রয়ন প্রকল্পের উপকারভোগীসহ ২৬ পরিবার পেল সেলাই মেশিন

কুলাউড়ায় আশ্রয়ন প্রকল্পের ৫জন উপকারভোগীসহ ২৬ অসহায় পরিবার পেয়েছে সেলাই মেশিন।

বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ একেএম সফি আহমদ সলমান।


বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম ফরহাদ চৌধুরী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজী মাওলানা ফজলুল হক খান সাহেদ প্রমুখ। এদিকে উপজেলার ১০টি শিক্ষা প্রতিষ্ঠানে আসবাবপত্রও বিতরণ করা হয়।

আশ্রয়ন প্রকল্পের উপকারভোগী উত্তর কুলাউড়ার বাসিন্দা নিপালী রানী দাস বলেন, মাথাগোঁজার ঠাঁই ছিল না। সরকারের কাছ থেকে পেয়েছিলাম ভূমিসহ একটি ঘর। এবার ঘরের পর সেলাই মেশিনও পেলাম। এটি আমার দারিদ্রতা দূরীকরণে সহায়ক হবে। আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।


উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সফি আহমদ সলমান বলেন, উপজেলা পরিষদের এডিপির বরাদ্দকৃত অর্থ থেকে সেলাই মেশিনগুলো আশ্রয়ন প্রকল্পের উপকারভোগীসহ অসহায় পরিবারগুলোকে দেয়া হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে আশ্রয়ন প্রকল্পে ঘরপাওয়া ৫ জন উপকারভোগী ঘরের পর এবার তাদের জীবিকায়নের জন্য পেয়েছে সেলাই মেশিন। মাননীয় প্রধানমন্ত্রীকে উপজেলা পরিষদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।

Facebook Comments Box


Comments

comments

advertisement

Posted ৮:১৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০২ সেপ্টেম্বর ২০২১

সংবাদমেইল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : মো. মানজুরুল হক

নির্বাহী সম্পাদক: মো. নাজমুল ইসলাম

বার্তা সম্পাদক : শরিফ আহমেদ

কার্যালয়
উপজেলা রোড, কুলাউড়া, মেলভীবাজার।
মোবাইল: ০১৭১৩৮০৫৭১৯
ই-মেইল: sangbadmail2021@gmail.com

sangbadmail@2016 কপিরাইটের সকল স্বত্ব সংরক্ষিত