স্টাফ রিপোর্টার,সংবাদমেইল২৪.কম | বৃহস্পতিবার, ৩০ মে ২০১৯ | প্রিন্ট
কুলাউড়ায় আম গাছের আম পাড়া নিয়ে বাকবিতন্ডার জেরে এক বৃদ্ধ নিহত হয়েছেন। নিহত মন্তর মিয়া (৭০) কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়নের মৃত আহমদ আলীর ছেলে। এ ঘটনায় রাতে নারী-পুরুষসহ ৬জনকে আটক করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে ।
(২৯ মে) বুধবার ইফতারের পূর্বে সন্ধ্যা সোয়া ৬টার দিকে উপজেলার জয়চন্ডী ইউনিয়নের গাজীপুর মাস্টারের দোকান নামক এলাকায় এ ঘটনাটি ঘটে।
স্থানীয়রা জানান, বুধবার ইফতারের পূর্বে এলাকার একটি মসজিদের আম গাছের আম পাড়ছিলেন কয়েকজন লোক। এসময় মন্তর মিয়া তাদের আম পাড়তে বাধা দেন। এ নিয়ে মন্তর মিয়া সাথে ওই এলাকার লাল মিয়া, রহমান কারী, পাবলু মিয়া, ছালূ মিয়া ও সিপার মিয়াসহ তাদের বাড়ির মহিলাদের সাথে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে রহমান কারী, পাবলু মিয়া, ছালু মিয়া, ও সিপার মিয়াসহ তাদের লোকজন মন্তর মিয়াকে মাটিতে ফেলে লাথি ও কিলঘুষি মারতে থাকেন। এতে ঘটনাস্থলেই মন্তর মিয়া জ্ঞান হারিয়ে ফেলেন। পরে মন্তর মিয়ার ছেলে জাহেদ মিয়া ও স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকরা মন্তর মিয়াকে মৃত ঘোষণা করেন।
নিহতের ছেলে জাহেদ মিয়া বলেন, ‘আমি রাজমিস্ত্রীর কাজ করি। ঘটনার সময় কাজ থেকে এসে বাড়িতে ইফতারের প্রস্তুতি নিচ্ছিলাম। এমন সময় আশেপাশের লোকজনের চিৎকার শুনে দৌঁড়ে এসে দেখি লাল মিয়া, রহমান কারী, পাবলু মিয়া, ছালূ মিয়া ও সিপার মিয়াদের এলোপাতাড়ি মারধরে আমার বাবা মাটিতে অচেতন হয়ে পড়ে আছেন।
কুলাউড়া থানার ওসি (তদন্ত) সঞ্জয় চক্রবর্তী বলেন, এ ঘটনায় লাল মিয়াসহ তিনজন পুরুষ ও তিনজন নারীকে আটক করা হয়েছে। বাকিদের ধরতে অভিযান চলছে।
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ ইয়ারদৌস হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যাকান্ডের ঘটনায় একটি মামলা দায়েরের করা হয়েছে।
Posted ৫:২৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ৩০ মে ২০১৯
সংবাদমেইল | Nazmul Islam
.
.