
বিশেষ প্রতিনিধি,সংবাদমেইল২৪.কম | শনিবার, ১০ নভেম্বর ২০১৮ | প্রিন্ট
কুলাউড়া পৌর শহরের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান আমীর ছলফু সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় তিন শতাধিক মা’দের নিয়ে বিশাল মা/অভিভাবক সমাবেশ এবং বিদ্যালয়ের সহকারী শিক্ষক সেলিনা জাহানের অবসরজনিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
(১০ নভেম্বর) শনিবার দুপুরে বিদ্যালয় মাঠে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ মহিব আলীর সভাপতিত্বে ও প্রধান শিক্ষক আবু সাঈদ মোঃ শফিকুর রহমান সিদ্দিকীর পরিচালনায় আয়োজিত অন্ষ্ঠুানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আসম কামরুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা ফজলুল হক খান সাহেদ, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোঃ মহি উদ্দিন ভূঁইয়া, রাবেয়া আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুস ছালাম, বিএইচ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল কাইয়ুম, মৌলভীবাজার জেলা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক এম. মছব্বির আলী, পৌর কাউন্সিলর মোঃ হারুন আহমদ ও দিলারা বেগম, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সহ-সভাপতি মোঃ আক্তার মিয়া, কুলাউড়া রিপোর্টার্স ইউনিটির সভাপতি সৈয়দ আশফাক তানভীর ও সাধারণ সম্পাদক মাহফুজ শাকিল, নতুন দিন প্রতিনিধি সুমন আহমদ, স্বেচ্ছাসেবকলীগ নেতা মোস্তাকিম আহমদ, সহকারী শিক্ষক সুলতানা রহমান, সেলিনা জাহান, আয়াজ উদ্দিন, নাদিয়া সুলতানা, আফরোজা সুলতানা, বিউটি চন্দ্র নাথ ও সুমী চক্রবর্তী, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য আছকর মিয়া, মঞ্জুরা বেগম, নুরুন নেছা প্রমুখ।
অনুষ্ঠান শেষে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দোয়া পরিচালনা করেন মাওলানা ফজলুল হক খান সাহেদ। অনুষ্ঠানে অতিথিদের ও বিদায়ী শিক্ষককে বিদ্যালয়ের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
Posted ৭:০৫ অপরাহ্ণ | শনিবার, ১০ নভেম্বর ২০১৮
সংবাদমেইল | Nazmul Islam
.
.