
স্টাফ রিপোর্টার,সংবাদমেইল২৪.কম | রবিবার, ০৮ মার্চ ২০২০ | প্রিন্ট
কুলাউড়া উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অফিসারের কার্যালয়ের আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়েছে।
(৮মার্চ) রবিবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে কুলাউড়া উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সেলিনা ইয়াসমিনের সভাপতিত্বে ও কিশোর-কিশোরী ক্লাবের উপজেলা জেন্ডার প্রোমোটার মাছুম আহমদ ও সঙ্গীত শিক্ষক রিয়াজ উদ্দিনের যৌথ পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেহা ফেরদৌস চৌধুরী পপি।
“শেখ হাসিনার বার্তা, নারী-পুরুষ সমতা বিষয়ক সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ জগলুল হায়দার, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আজহারুল আলম, কুলাউড়া অফিসার্স ক্লাব সম্পাদক ডাঃ সুলতান আহমদ, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, সম্পাদক মোঃ খালেদ পারভেজ বখশ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল মতলিব, উপজেলা পল্লী দারিদ্র বিমোচন কর্মকর্তা ধীরেশ চন্দ্র সরকার,দৈনিক অধিকারের কুলাউড়া প্রতিনিধি এস আর অনি চৌধুরী, কুবরাজ সম্পাদক ফ্লোরা বাবলী তালাং।
বক্তব্য রাখেন উপজেলা ডেভোঃ ফ্যাসিলিটেটর আবু তৈয়ব মোঃ মোখলেছুর রহমান মেহেদী, সিগুর পুঞ্জির বানয়া টেইলাং মহিলা সমিতির সভাপতি ববিতা দিও প্রমুখ।
অনুষ্টানে খাসিয়া ও গারো নৃত্যসহ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্টান পরিবেশন করা হয়। সমাবেশে বিভিন্ন সরকারী কর্মকর্তা-কর্মচারী,এনজিও প্রতিনিধি, আদিবাসী ও মহিলা সমিতির সদস্যরা অংশ গ্রহন করেন। সভার পূর্বে এক বর্ণাঢ্য র্যালী উপজেলা পরিষদ এলাকা প্রদক্ষিন করে।
Posted ৫:৫৫ অপরাহ্ণ | রবিবার, ০৮ মার্চ ২০২০
সংবাদমেইল | Nazmul Islam
.
.