
বিশেষ প্রতিনিধি,সংবাদমেইল২৪.কম | বৃহস্পতিবার, ২৬ জানুয়ারি ২০১৭ | প্রিন্ট
কুলাউড়া চাতলাপুর স্থল শুল্ক স্টেশনে আন্তর্জাতিক কাস্টমস দিবস পালিত হয়েছে।
(২৬ জানুয়ারি) বৃহস্পতিবার বিকালে চাতলাপুর স্থল শুল্ক স্টেশনের জিরো পযেন্টে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা মতিলাল দাসের সভাপতিত্বে ও সোহেল আহমদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক রফিকুর রহমান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হক, কুলাউলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তানভীর হাসান, বিভাগীয় কর্মকর্তা কাস্টমস এক্সাইস এন্ড ভ্যাট মৌলভীবাজার মো: পায়েল পাশা, কমলগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান মো: সিদ্দেক আলী, মৌলভীবাজার জেলা পরিষদ সদস্য অধ্যক্ষ মো: হেলাল উদ্দীন ও শরীফপুর ইউপি চেয়ারম্যান মো: জোনাব আলী।
এছাড়াও বক্তব্য রাখেন প্রভাষক শাহজাহান মানিক,সাংবাদিক মুজিবুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ সাংবাদিক সমিতি কমলগঞ্জ ইউনিটের সভাপতি আব্দুল হান্নান চিনু, নূরুল মোহাইমীন মিল্টন, জয়নাল আবেদীন।
আলোচনা পর্বে আন্তর্জাতিক কাস্টমস দিবস-২০১৭ আলোকে “ তথ্য উপাত্তের পর্যালোচনা কার্যকর সীমান্ত ব্যবস্থাপনা” মূল প্রতিবাদ্য বিষয় ধরে স্বাগত বক্তব্য রাখেন বিভাগীয় কর্মকর্তা কাস্টমস এক্সাইস এন্ড ভ্যাট মৌলভীবাজার মো: পায়েল পাশা।
আগামীতে আরও আাধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহার করে শুল্ক বিভাগ কাজ করবে ও সবগুলো শুল্ক স্টেশনের মত চাতলাপুর শুল্ক স্টেশনের উন্নয়ন করা যায় এসব বিষয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানে দুইজন ভারতীয় শুল্ক কর্মকর্তাও উপস্থিত ছিলেন। সন্ধ্যার পর শুরু হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
একই সাথে মাত্র ৫০ গজ দূরে কাটা তারের বেড়ার ওপারেও ভারতীয় প্রজাতন্ত্র দিবসসহ আন্তর্জাতিক কাষ্টম্স দিবস পালন করতে দেখা গেছে। বিকাল থেকে পুরো সন্ধ্যা পর্যন্ত সীমান্তের জিরো পযেন্টে দুই দিকে উৎসব মুখর পরিবেশ বিরাজ করে।
সংবাদমেইল২৪.কম/জেএ/এনএস
Posted ৯:০০ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৬ জানুয়ারি ২০১৭
সংবাদমেইল | Nazmul Islam
.
.