শনিবার ২৫ মার্চ, ২০২৩ | ১১ চৈত্র, ১৪২৯

কুলাউড়ায় আদর্শ পাঠাগারে ইসলামিক কর্ণারের উদ্বোধন

স্টাফ রিপোর্টার,সংবাদমেইল২৪.কম | বুধবার, ০৪ নভেম্বর ২০২০ | প্রিন্ট  

কুলাউড়ায় আদর্শ পাঠাগারে ইসলামিক কর্ণারের উদ্বোধন

ধর্মীয় জ্ঞানের প্রয়োজনীয়তা বিবেচনা করে কুলাউড়ায় পৌর শহরে ‘আদর্শ পাঠাগারে ইসলামিক কর্ণার নামে একটি স্বতন্ত্র কর্ণার উদ্বোধন করা হয়েছে।

(০৪ নভেম্বর) বুধবার সকাল ১১ টায় পাঠাগারের প্রতিষ্ঠাতা ও পরিচালক কুলাউড়া ‘ইয়াকুব-তাজুল মহিলা ডিগ্রী কলেজের প্রভাষক মোঃ খালিক উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান কাজী মাওলানা ফজলুল হক খান সাহেদ।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাউথইস্ট ব্যাংক কুলাউড়া শাখার ব্যবস্থাপক মোঃ আব্দুর রব, উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার মোঃ মামুনুর রহমান,বাইতুন নুর জামে মসজিদ বৈরবগঞ্জ এর খতিব হাফিজ মাওলানা মোঃ আবদুল মজিদ।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, দেশজুড়ে বিদ্যমান এ সামাজিক সংকট নিরসনে ইসলামিক জ্ঞানের বিকল্প নেই। ‘আদর্শ পাঠাগারে’ চালু হওয়া এ ইসলামিক কর্ণারটি নিঃসন্দেহে এতদঞ্চলের কোমলপ্রাণ শিক্ষার্থী পাঠকদের নৈতিক ও ইসলামিক জ্ঞান অর্জনে খুবই ভূমিকা রাখবে।


উপস্থিত সকলেই ‘আদর্শ পাঠাগারের’ সমৃদ্ধির জন্য সবরকম প্রয়োজনে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন ‘আদর্শ পাঠাগারের’ পাঠক মোঃ আরিফ হোসেন।


পাঠকদের পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য দেন করেন আরিফ হোসেন,লিমা আক্তার প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি ফিতা কেটে ‘ইসলামিক কর্ণারের’ শুভ উদ্বোধন ঘোষণা করেন।

অনুষ্টান শেষে দোয়া পরিচালনা করেন হাফিজ মাওলানা মোঃ আবদুল মজিদ।

Facebook Comments Box

Comments

comments

advertisement

Posted ৯:২৭ অপরাহ্ণ | বুধবার, ০৪ নভেম্বর ২০২০

সংবাদমেইল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : মো. মানজুরুল হক

নির্বাহী সম্পাদক: মো. নাজমুল ইসলাম

বার্তা সম্পাদক : শরিফ আহমেদ

কার্যালয়
উপজেলা রোড, কুলাউড়া, মেলভীবাজার।
মোবাইল: ০১৭১৩৮০৫৭১৯
ই-মেইল: sangbadmail2021@gmail.com

sangbadmail@2016 কপিরাইটের সকল স্বত্ব সংরক্ষিত