
স্টাফ রিপোর্টার,সংবাদমেইল২৪.কম | সোমবার, ২০ জুলাই ২০২০ | প্রিন্ট
কুলাউড়া থেকে দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের দুই সদস্যকে আটক করেছে পুলিশ।
(১৯ জুলাই) রোববার মধ্যরাতে উপজেলার সীমান্তবর্তী শরীফপুর ইউনিয়ন থেকে তাদেরকে আটক করা হয়।
থানা সুত্রে জানা যায়, রোববার রাতে গোপন সংবাদ পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) সাদেক কাউসার দস্তগীর এর নেতৃত্বে শরীফপুর ইউনিয়নে এক অভিযান চালায় পুলিশ। এসময় ইউনিয়নের বাগজুর এলাকা হতে ডাকাতির প্রস্তুতিকালে ১ টি দেশীয় তৈরী পাইপগান এবং ১ রাউন্ড কার্তুজসহ আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় দুই সদস্য শরীফপুর ইউনিয়নের বিলেরপার গ্রামের মাহমুদ আলী ওরফে লিটন (৩৫) এবং কমলগঞ্জ উপজেলার শ্রীমতপুর গ্রামের আব্দুস ছত্তার ওরফে রাজু (৩০) আটক করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) সাদেক কাউসার দস্তগীর ডাকাত আটকের সত্যতা নিশ্চিত করে জানান, ডাকাতির প্রস্তুতি নিচ্ছেন এমন গোপন খবর পেয়ে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। তারা দুজনেই একাধিক ডাকাতির মামলার পলাতক আসামী ছিলেন।
Posted ৩:৫৬ অপরাহ্ণ | সোমবার, ২০ জুলাই ২০২০
সংবাদমেইল | Nazmul Islam
.
.