
স্টাফ রিপোর্টার,সংবাদমেইল২৪.কম | বৃহস্পতিবার, ০৩ আগস্ট ২০১৭ | প্রিন্ট
কুলাউড়া পৌর শহরের মাগুরা এলাকা থেকে একটি পাইপগান ও এক রাউন্ড গুলিসহ আল আমীন (২৭) নামক একজনকে আটক করেছে কুলাউড়া থানা পুলিশ। সে হবিগঞ্জ জেলার মাধাবপুর উপজেলার ইটাহলা গ্রামের মৃত সিদ্দীক মিয়ার ছেলে। আল আমীন পেশায় একজন ছিনতাইকারী এবং একাধিক মামলায় সে দীর্ঘদিন থেকে পলাতক ছিলো বলে জানায় পুলিশ।
থানা সুত্রে জানা যায়, অস্ত্রসহ আত্মগোপনে রয়েছে আল আমীন এমন গোপন সংবাদ পেয়ে মঙ্গলবার দিবাগত রাত ১ টার দিকে কুলাউড়া পৌর শহরের মাগুরা এলাকায় অভিযান চালায় পুলিশ।
এসময় মাগুরা এলাকার রহিমা বেগমের ভাড়াটিয়া বাসা হতে অস্ত্রসহ আল আমীনকে আটক করতে সক্ষম হয় পুলিশ। পরে তার রুমে তল্লাশী করে দেশীয় তৈরী কালো রঙ্গের ১৪ ইঞ্চি লম্বা লোহার একটি পাইপগান ও একটি কার্তুজ উদ্ধার করা হয়।
কুলাউড়া থানার এসআই কানাই লাল চক্রবর্তী জানান, আটক আল আমীন কুলাউড়া থানায় এজাহারনামীয় পলাতক আসামি। তার বিরুদ্ধে ছিনতাইসহ একাধিক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধিন রয়েছে। আটক আসামীর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে।
সংবাদমেইল২৪.কম/এমআই/জেএইচজে
Posted ১০:৪৫ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৩ আগস্ট ২০১৭
সংবাদমেইল | Nazmul Islam
.
.