
স্টাফ রিপোর্টার,সংবাদমেইল২৪.কম | শনিবার, ২৫ এপ্রিল ২০২০ | প্রিন্ট
কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নের সিংগুর এলাকায় যুক্তরাষ্ট্র প্রবাসী সমাজ সেবক লুৎফুর রহমান ওয়াসিমের নিজ অর্থায়নে সহস্রাধিক কর্মহীন, অসহায় ও নিম্ন মধ্যবিত্ত পরিবারের মাঝে নগদ টাকা ও খাদ্য সামগ্রী উপহার করেছেন।
অসহায়, দুস্থ, কর্মহীন ও নিম্ন মধ্যবিত্ত পরিবারের মধ্যে চাল, ডাল, তৈল, আলু,পিয়াজ, ছোলা,মোরগ, দুধ খেজুর,সাবান ও নগদ টাকা প্রদান করা হয়।
লুৎফুর রহমান ওয়াসিম বলেন, করোনা সংক্রমণ রোধে খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ ঘর থেকে বের হচ্ছে না। কাজে যেতে না পারায় আয়ও বন্ধ হয়ে গেছে। অনেক দুস্থ পরিবার খাদ্য সংকটে রয়েছে। এ অবস্থায় আমি আমার নিজ উদ্যোগে প্রতিনিয়ত দুস্থ মানুষের পাশে দাড়াচ্ছি। এটি চলমান রয়েছে। এ ধরণের খাদ্য সহায়তা প্রদান পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে।
তিনি করোনা মোকাবিলায় সবাইকে ধৈর্য এবং নিয়ম অনুযায়ী চলাচল করার উপর গুরুত্ব দেয়ার আহ্বান জানান।
Posted ৩:০৬ অপরাহ্ণ | শনিবার, ২৫ এপ্রিল ২০২০
সংবাদমেইল | Nazmul Islam
.
.