
স্টাফ রিপোর্টার,সংবাদমেইল২৪.কম | শনিবার, ২১ মার্চ ২০২০ | প্রিন্ট
কুলাউড়ায় অতিরিক্ত মূল্যে পেঁয়াজ বিক্রি ও মূল্য তালিকা না থাকায় ১৮ টি ব্যবসা প্রতিষ্ঠানকে এক লাখ ৪৭ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
(২০ মার্চ) শুক্রবার সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত চলা অভিযানটি উপজেলার রবিরবাজার, ভাটেরা ও বরমচাল এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এটিএম ফরহাদ চৌধুরীর নেতৃত্বে ভাটেরা, বরমচাল এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অতিরিক্ত মূল্যে পেঁয়াজ বিক্রি করায় ভাটেরা ট্রেডার্সকে ৫০ হাজার টাকা এবং একই এলাকা ও বরমচাল এলাকার আরো ৬টি প্রতিষ্ঠানকে মোট ৮৫ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় উপস্থিত ছিলেন কুলাউড়া থানার অফিসার ইনচার্জ ইয়ারদৌস হাসান সহ পুলিশ সদস্যরা।
অপরদিকে কুলাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজরাতুন নাঈম খানের নেতৃত্বে উপজেলার রবিরবাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অতিরিক্ত মূল্যে পেঁয়াজ বিক্রি ও মূল্য তালিকা না থাকায় মুহিত দেবকে ৫ হাজার, মাসুক মিয়াকে ৫ হাজার, জাহিদ মিয়াকে ৫ হাজার, হারুনুর রশীদকে ৫ হাজার, শমরেন্দ্রকে ৫ হাজার, জয়নাল মিয়াকে ৮ হাজার, আব্দুর নুরকে ৫ হাজার, বিমল দেবকে ১০ হাজার, কামাল মিয়াকে ৮ হাজার ও ফয়েজ উদ্দিনকে ৬ হাজারসহ মোট ৬২ হাজার টাকা জরিমানা করা হয়।
Posted ৬:০৮ অপরাহ্ণ | শনিবার, ২১ মার্চ ২০২০
সংবাদমেইল | Nazmul Islam
.
.