
স্টাফ রিপোর্টার,সংবাদমেইল২৪.কম | বুধবার, ২২ ফেব্রুয়ারি ২০১৭ | প্রিন্ট
মৌলভীবাজারের কুলাউড়ায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন নবাগত অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) মোঃ আবু ইউছুফ।
(২২ ফেব্রুয়ারী) বুধবার সন্ধ্যায় তাঁর কার্যালয়ের সম্মুখে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
নবাগত অতিরিক্ত পুলিশ সুপার কুলাউড়া, জুড়ী, বড়লেখার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে গণমাধ্যমকর্মীদের সহায়তা কামনা করেন। পাশাপাশি তিনি মতবিনিময় উপস্থিত সাংবাদিকদের ফুলেল শুভেচ্ছা জানান।
তিনি বলেন,”গণমাধ্যম সমাজের দর্পণ। আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ সার্বিক অবস্থার উন্নয়নে গণমাধ্যমকর্মীদের ভূমিকা অপরিসীম। “তিনি আরো বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির বাইরেও এখানে পুলিশের অনেক সামাজিক ভূমিকা রাখার সুযোগ রয়েছে।” তিনি জনগণের সত্যিকার অর্থের বন্ধু হওয়ার আশাবাদ ব্যক্ত করেন। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সর্বাত্মক প্রচেষ্টা ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের বিষয়ে আশ্বস্থ করেন।
এছাড়াও প্রথমবারের মতো ব্যাতিক্রমী এ মতবিনিময় সভায় উপস্থিত সাংবাদিকরা উন্মুক্ত ভাবে নিজেদের মতামত ব্যক্ত করেন। মতবিনিময় শেষে সকল সাংবাদিকদের আপ্যায়ন করানো হয়।
মতবনিমিয় সভায় প্রেসক্লাব কুলাউড়া,কুলাউড়া প্রেসক্লাব ও বাংলাদেশ সাংবাদিক সমিতির কুলাউড়া ইউনিটের নেতৃবৃন্দসহ বিভিন্ন প্রিন্ট ও অনলাইন মিডিয়ার বিপুল সংখ্যক গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
সংবাদমেইল২৪.কম/এসএ/এনএস
Posted ১১:৩৯ অপরাহ্ণ | বুধবার, ২২ ফেব্রুয়ারি ২০১৭
সংবাদমেইল | Nazmul Islam
.
.