
স্টাফ রিপোর্টার,সংবাদমেইল২৪.কম | সোমবার, ২৭ ফেব্রুয়ারি ২০১৭ | প্রিন্ট
মৌলভীবাজারের কুলাউড়ায় অগ্নিকান্ডের ঘটনায় বসতঘর পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের বিরুদ্ধে উল্টো মামলা দিয়েছে তাদের সৎবোন ফারজানা ইয়াছমিন। ভুক্তভোগী দুদু মিয়া ও তার ভাতিজা আকবর হোসেন রাজন সংবাদ সম্মেলনের মাধ্যমে অভিযোগ করেছেন।
(২৭ ফেব্রুয়ারী) সোমবার দুপুরে তাঁরা এ সংবাদ সম্মেলন করে এমন অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে দুদু মিয়া ও তার ছেলে আকবর হোসেন রাজন বলেন,গত ২৪ ফেব্রুয়ারী শুক্রবার দুপুরে উপজেলার বরমচাল ইউনিয়নের উসমানপুর গ্রামে অবস্থিত আমার বাড়িতে অগ্নিকান্ডে বসতঘর পুড়ে যায়। কিন্তু পরদিন শনিবার ২৫ ফেব্রুয়ারী পাল্টা চিত্র। আমাদের ঘর পুড়ে ৬০ লক্ষ টাকার ক্ষতি সাধিত হয়েছে আর আমি দুদু মিয়া ও আমার ছেলে আকবর হোসেন রাজন, আকমল হোসেন চিনু মিয়া, আলমগীর হোসেন সুমেল এর উপর কুলাউড়া থানায় মিথ্যা মামলা দায়ের করেন সৎবোন ফারজানা ইয়াছমিন।
পাশাপাশি ওই দিন সকালে মামলা দায়েরের পর বিকালে মামলা তড়িগড়ি করে রেকর্ডও হয়ে যায়। এমন কঠিন পরিস্থিতিতে ভিটা বাড়ি ছাড়া মামলার আসামী হয়ে পালিয়ে বেড়াতে হচ্ছে।
দুদু মিয়া তাঁর বিশ্ববিদ্যালয় পড়ুয়া বাতিজা আকবর হোসেন রাজনকে সাথে নিয়ে সংবাদ সম্মেলনে আবেগ আপ্লুত হয়ে বলেন, নিজের বাড়ি অগ্নিকান্ডে বসতঘর পুড়ে গেলো আর উল্টো ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে আমাদের হয়রানি করতে একটি চক্র লিপ্ত রয়েছে। এজন্য তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহন করার জন্য প্রশাসনের প্রতি অনুরোধ জানান।
সংবাদমেইল২৪.কম/এসএ/এনএস
Posted ৬:৫৮ অপরাহ্ণ | সোমবার, ২৭ ফেব্রুয়ারি ২০১৭
সংবাদমেইল | Nazmul Islam
.
.