
স্টাফ রিপোর্টার | সোমবার, ২৭ নভেম্বর ২০১৭ | প্রিন্ট
কুলাউড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা ফজলুল হক খান সাহেদের মাধ্যমে কাতার আল ইসলাহ এর সহযোগীতায় বরমচাল ইউনিয়নের লামা মাধবপুর, আলীনগর, উসমানপুর এবং উত্তরভাগ ইটাখলার ১৪০ জনকে এবং ব্রাক্ষণবাজার ইউনিয়নের শ্রীপুর খটিরপাড় গ্রামের ৪০ জনের মধ্যে ত্রান সামগ্রী বিতরন করা হয়েছে।
এ সময় উপস্হিত ছিলেন কুলাউড়া উপজেলা আল ইসলাহ’র যুগ্ম সম্পাদক কাজী এহসানুল মাহবুব জাকির, কাতার কেন্দ্রীয় আল ইসলাহ’র সাধারণ সম্পাদক আজিজুর রহমান লাকি, কাতার আলখুর শাখার সভাপতি সিদ্দিকুর রহমান, কুলাউড়া উপজেলা আল ইসলাহ’র সাংগঠনিক সম্পাদক হাফিজ শামছুল ইসলাম, কাতার দোহা মহনগর আল ইসলাহ’র প্রচার সম্পাদক লিয়াকত আলী, কুলাউড়া উপজেলা আল ইসলাহ’র সদস্য ভাটেরা ইউনিন শাখার সাংগঠনিক সম্পাদক ইলিয়াছ আলী, বরমচাল ইউনিয়ন আল ইসলাহ’র সভাপতি তজমুল খান, সহ সভাপতি সবুজ উদ্দিন, সাধারণ সম্পাদক জাবের আহমদ, সহ সম্পাদক সোহেল আহমদ, রুবেল আহমদ, কুলাউড়া উপজেলা তালামিযের অফিস সম্পাদক জামাল আহমদ, বরমচাল ইউনিয়ন তালামিযের সহ সভাপতি আব্দুর রহমান, সাধারণ সম্পাদক সাহেল চৌধুরী প্রমুখ।
Posted ৫:১৭ অপরাহ্ণ | সোমবার, ২৭ নভেম্বর ২০১৭
সংবাদমেইল | Nazmul Islam
.
.