স্টাফ রিপোর্টার,সংবাদমেইল২৪.কম | বৃহস্পতিবার, ১৬ মার্চ ২০১৭ | প্রিন্ট
মহানবী হযরত মুহাম্মদ (সাঃ),সাহাবী ও ওলি আউলিয়াদের কে নিয়ে কটুক্তিকারী হিংগাজিয়া সিনিয়র মাদ্রাসার আরবী প্রভাষক মাওলানা শাহ্নূর খান এর বহিস্কারের দাবিতে মানব বন্ধন সম্পন্ন হয়েছে।
(১৬ মার্চ) বৃহস্পতিবার দুপুরে হিংগাজিয়া সিনিয়র মাদরাসা সম্মুখে নিজামিয়া বিশকুটি স্মৃতি পরিষদের আয়োজনে মাদরাসার বর্তমান,প্রাক্তন শিক্ষার্থী,এলাকাবাসি ও অভিভাবকদের অংশ গ্রহণে এ মানব বন্ধন অনুষ্ঠিত হয়।
এতে নিজামিয়া বিশকুটি স্মৃতি পরিষদের সভাপতি নজরুল ইসলামের পরিচালনায় অভিযুক্ত শিক্ষক মাওলানা শাহনূর খানের বহিস্কারের জোর দাবি জানিয়ে বক্তব্য রাখেন হিংগাজিয়া শাহি জামে মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মো. বাতির মিয়া, প্রাক্তন শিক্ষার্থী কাজী সুহেল আহমদ, মাদরাসার ম্যানেজিং কমিটির পক্ষে সোহাগ আহমদ, নিজামিয়া বিশকুটি ফাউন্ডেশনের পক্ষে মো. হারুনুর রশিদ, অভিভাবক আব্দুল মুকিত, দেলোয়ার হোসেন,সামছুর রহমান, মাদরাসার শিক্ষার্থী সাদিকুর রহমান প্রমূখ।
মানব বন্ধনে অংশগ্রহণ করে একত্ত্বতা পোষণ করে মাদরাসার বর্তমান শিক্ষার্থী,প্রাক্তন শিক্ষার্থী, নিজামিয়া বিশকুটি শিল্পী গোষ্ঠি, এলাকাবাসি ও নিজামিয়া বিশকুটি (রহঃ) ফাউন্ডেশন।
উল্লেখ্য, মানব বন্ধন উপলক্ষে বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, অতিরিক্ত পুলিশ সুপার, জেলা শিক্ষা অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তার হাতে স্বারক প্রদাণ করা হয়েছে।
সংবাদমেইল২৪.কম/এসএ/এনএস
Posted ৫:০১ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৬ মার্চ ২০১৭
সংবাদমেইল | Nazmul Islam
.
.