
বিশেষ প্রতিনিধি,সংবাদমেইল২৪.কম | সোমবার, ০১ জুন ২০২০ | প্রিন্ট
কুলাউড়া উপজেলার হাজিপুর ইউনিয়নে চান্দগাঁও একতা যুব সংঘ নামে একটি সামাজিক সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে। সংগঠনটি আত্মপ্রকাশের পরই চান্দগাঁও এলাকায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সুবিধা বঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে ঈদ উপহার হিসেবে বস্ত্র বিতরণ করে সংগঠনটি। এর আগে রমজানের আগে এলাকার অর্ধশত পরিবারে ইফতার সামগ্রী বিতরণ ও রমজান মাসে এলাকার প্রায় ২০০ কর্মহীন ও দুঃস্থদের নিয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে ইফতার মাহফিল করানো হয়।
রবিবার (২৪ মে) সুবিধা বঞ্চিতদের মাঝে ঈদ উপহার বস্ত্র বিতরণকালে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা সেঞ্চুরী টেইলার্সের স্বত্ত্বাধিকারী মোঃ সালাউদ্দিন আহমদ।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মোঃ নজরুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি মোঃ আজিম উদ্দিন, সহ-সভাপতি মোহাম্মদ মনির আহমদ, সাধারণ সম্পাদক মোঃ কায়ছর আহমেদ, সহ সাধারণ সম্পাদক মাওলানা ছাতির আলী, কোষাধক্ষ্য মোঃ শাহাবুদ্দিন, সদস্য ফখরুল ইসলাম, সেলিম আহমদ, আব্দুল জলিল, মাহমুদ ইসলাম, নাজমুল ইসলাম, আব্দুর রহমান, তারেক আহমদ, সুরুজ আলী ও রুমেল আহমদ।
সংগঠনের প্রতিষ্ঠাকাল থেকে সার্বিকভাবে যারা সহযোগিতা করেছেন তারা হচ্ছেন প্রধান উপদেষ্টা সেঞ্চুরী টেইলার্সের স্বত্ত্বাধিকারী মোঃ সালাউদ্দিন আহমেদ, ওমান প্রবাসী ছালেক আহমদ, মাইনুদ্দিন, ছায়েদ আহমদ, শামীম আহমদ, মুজাহিদুর রহমান, দুবাই প্রবাসী সাইদুর রহমান সহ ৮ নং ওয়ার্ডের মেম্বার রাজা মিয়াসহ সংগঠনের সকল সদস্যবৃন্দ।
Posted ১২:৫৭ অপরাহ্ণ | সোমবার, ০১ জুন ২০২০
সংবাদমেইল | Nazmul Islam
.
.