
স্টাফ রিপোর্টার,সংবাদমেইল২৪.কম | বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২০ | প্রিন্ট
কুলাউড়ার শিক্ষাবিদ করবী রঞ্জন চক্রবর্তী (৮০) পরলোকগমন করেছেন।
পরিবার সূত্রমতে, তিনি দীর্ঘদিন ধরে বাধ্যক্যজনিত বিভিন্ন রোগে ভুগছেন। কয়েকমাস যাবত শারীরিকভাবে খুব অসুস্থ হওয়ায় চিকিৎসকের পরামর্শে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা সেবা নিচ্ছিলেন।
(১৩ আগষ্ট) বৃহস্পতিবার চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ১০টায় সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পরলোকগমন করেন। এই শিক্ষাবিদ কুলাউড়ার নবীন চন্দ্র সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ে দীর্ঘজীবন অভিজ্ঞ শিক্ষকতা পেশার মাধ্যমে এই অঞ্চলের শিক্ষাকার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। অনেক বছর আগে অবসরে যান। তিনি ১ ছেলে, ২ মেয়ে ও দেশ বিদেশে বিভিন্ন পর্যায়ে দায়িত্বরত অসংখ্য প্রতিষ্ঠিত ছাত্রছাত্রীসহ নিকটাত্মীয় রেখে গেছেন।
করবী রঞ্জনের ছেলে কল্লোল চক্রবর্তী এসব তথ্য গণমাধ্যমকর্মীদের নিশ্চিত করে বলেন, বরমচালের সিংগুর গ্রামে অন্তেষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে।
এম এম শাহীনের শোকঃ-
কুলাউড়ার এই প্রবীন শিক্ষাবিদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি পাঠিয়েছেন সাবেক এমপি ও ঠিকানা গ্রুপের চেয়ারম্যান এম এম শাহিন। এক শোকবার্তায় তিনি প্রবীন এই শিক্ষকের বিদায়ী আত্মার প্রতি প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
Posted ৬:৩৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২০
সংবাদমেইল | Nazmul Islam
.
.