
স্টাফ রিপোর্টার,সংবাদমেইল২৪.কম | শনিবার, ২১ ডিসেম্বর ২০১৯ | প্রিন্ট
কুলাউড়া উপজেলার রাউৎগাও ইউনিয়নের সূচনা পুষ্টি প্রকল্পের আওতায় বিভিন্ন গ্রামের ৯ জন সদস্যকে সূচনার হেন্ড ওয়াশিং ডিভাইস প্রদান করা হয় ।
(২১ ডিসেম্বর) শনিবার রাউৎগাও ইউনিয়নের কবিরাজি গ্রামে এ বিতরণ অনুষ্টিত হয়।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলাউড়া বিআরডিবির ভাইস চেয়ারম্যান সাংবাদিক তাজুল ইসলাম,রাউৎগাঁও ইউপি সদস্য মোঃ আনু মিয়া,সূচনার এফ এফ কবিতা বেগম, এসসিএম শিমা রানী মল্লিক। উপকারভোগী জেসমিন সুলতানা,রেজিয়া বেগম প্রমুখ।
এদিকে সূচনার সদস্য রাউৎগাঁও ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মনরাজ গ্রামের হেপী বেগম,৮ নং ওয়ার্ডের লালপুর গ্রামের আছমা বেগম,৩ নং ওয়ার্ডের পাল গ্রামের অর্চনা মালাকার,কবিরাজী গ্রামের জেসমিন সুলতান,৬ নং ওয়ার্ডের তিলাশি জুরা গ্রামের কলি আক্তার,নর্তন গ্রামের শ্রী বিনা,১ নং ওয়ার্ডের মুকুন্দ পুর গ্রামের শিকা রানী,৪ নং ওয়ার্ডের কৌলা গ্রামের নাছিমা বেগম,৫ নং ওয়ার্ডের ভাটুৎগ্রামের মারজিয়া বেগমকে ওয়াশিং ডিভাইস প্রদান করা হয়।
ওয়াশিং ডিভাইস প্রদানকালে সূচনার ইউনিয়ন কো-অর্ডিনেটর আব্দুর রাজ্জাক বলেন, পরিষ্কার পরিচন্নতা ও শিশুদের সুস্থ রাখতে পর্যায় ক্রমে সূচনা সকল সদস্যদের মধ্যে এই ওয়াশিং ডিভাইস প্রদান করা হবে।
Posted ৬:৩৭ অপরাহ্ণ | শনিবার, ২১ ডিসেম্বর ২০১৯
সংবাদমেইল | Nazmul Islam
.
.