
স্টাফ রিপোর্টার,সংবাদমেইল২৪.কম | বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারি ২০২০ | প্রিন্ট
অসহায় মানুষকে সাবলম্বী করে তুলতে সূচনা প্রকল্পের আয়োজনে কুলাউড়ার রাউৎগাঁও ইউনিয়নের কৌলা গ্রামে মৎস্য চাষী সংযোগ সমাবেশ ও ফলাফল প্রদর্শণী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
(৬ ফেব্রুয়ারী) দুপুর ১২ টায় কৌলা গ্রামে, রাউৎগাঁও ইউপি সদস্য ইসমাইল হোসেনের সভাপতিত্বে ও রাউৎগাঁও ইউনিয়ন কো- অডিনেটর শফিউল্লাহ এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোহাম্মদ আজহারুল আলম।
প্রধান অতিথির বক্তব্যে বলেন, মাছে প্রচুর আমিষ থাকে। মাছ চাষ করলে সাবলম্বী হওয়া যায়। তাই সবাইকে মাছ চাষে আগ্রহী হতে হবে। এবং যে কোন পরামর্শের জন্য আমার সাথে যোগাযোগ করবেন। আমরা আপনাদের সেবায় নিয়োজিত আছি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সূচনা প্রকল্পের ওয়ার্ল্ড অফিসার হাবিবুর রহমান,
একটি বাড়ি একটি খামার পকল্পের ওয়ার্ড সম্পাদক আশরাফুল ইসলাম জুয়েল, সমাজ সেবক নজরুল ইসলাম মুন্না।
এছাড়াও উপস্থিত ছিলেন ফিল্ড ফেসিলেডর মোমতাহানা চৌধুরী,সূচনা ফেসিলিডি মোবালিজার ফারজানা আক্তার শারমিন প্রমুখ
উল্লেখ্য, ৬০ জন মাছ চাষীকে পরামর্শ দেয়া হয়।
Posted ৫:২৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারি ২০২০
সংবাদমেইল | Nazmul Islam
.
.