
আশরাফুল ইসলাম জুয়েল,সংবাদমেইল২৪.কম | বুধবার, ০৪ নভেম্বর ২০২০ | প্রিন্ট
ফ্রান্সে রাষ্ট্রীয় মদদে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর ব্যাঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে রাউৎগাঁও বিক্ষোভ মিছিল-সমাবেশের আয়োজন করে মুকুন্দপুর এলাকাবাসী।
(০৪নভেম্বর) বুধবার বিকালে মিছিলটি কুলাউড়া উপজেলার মুকুন্দপুর জামে মসজিদের সম্মুখ থেকে শুরু হয়ে স্থানীয় চৌধুরী বাজার চৌমুহীনিতে এক সমাবেশে মিলিত হয়।
সমাবেশে রাউৎগাঁও ইউপি তালামীযের সাবেক সভাপতি আব্দুল আজিজ শামিমের পরিচালনায় বক্তব্য রাখেন কুলাউড়া উপজেলার পরিষদের ভাইস চেয়ারম্যান কাজী মাওলানা ফজলুল হক খান সাহেদ, সাবেক রাউৎগাঁও ইউপি চেয়ারম্যান এস এম জামান মতিন,বাবনিয়া হাসিমপুর নিজামিয়া আলিম মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আহসান উদ্দিন,রাউৎগাঁও ইউপি সদস্য নোমান আহমদ,তরুন ব্যবসায়ী লিটন হুসাইন, রিপন হুসাইন, রাসেল হুসাইন,আব্দুল কাইয়ূম সহ এলাকার ধর্মপ্রাণ মুসলমানরা ।
সমাবেশে বক্তরা বলেন, ফ্রান্স রাষ্ট্রীয় ভাবে বিশ্বনবী হযরত মুহম্মদ (সা.) কে নিয়ে ব্যঙ্গচিত্র করে যে ধৃষ্টতা দেখিয়েছে তা সারা বিশ্বের মুসলমানের অন্তরে কুঠারাঘাত করেছে। পাশাপাশি ফান্সের সকল ধরণের পণ্য বর্জনের আহবান জানান।
Posted ৯:০৭ অপরাহ্ণ | বুধবার, ০৪ নভেম্বর ২০২০
সংবাদমেইল | Nazmul Islam
.
.