
স্টাফ রিপোর্টার,সংবাদমেইল২৪.কম | বুধবার, ০১ জানুয়ারি ২০২০ | প্রিন্ট
কুলাউড়া উপজেলার রাউৎগাঁও ইউনিয়নে উৎসবী আমেজে নতুন বর্ষ বরণ ও বই বিতরন করা হয়েছে।
১ জানুয়ারী সকাল ১০ টায় লংলা তিলাশিজুড়া আদর্শ দাখিল মাদরাসা হলরুমে প্রতিষ্টানের প্রতিষ্টাতা সৈয়দ নাদির আলীর সভাপতিত্বে ও সুপার মাওলানা হাফিজুর ইসলামের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য দেন যুক্তরাজ্য কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক খন্দকার আব্দুল করিম নিপু।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুলাউড়া বিআরডিবির ভাইস চেয়ারম্যান সাংবাদিক তাজুল ইসলাম,রাউৎগাঁও ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ফাহাদ আলম তোফায়েল।
এদিকে দুপুর ১২ টায় রাউৎগাঁওয়ের শহিদ সফি আহমদ কেজি স্কুলে শিক্ষার্থীদের মাঝে বই বিতরন করা হয়েছে।
প্রতিষ্টানের সহ-সভাপতি মোহাম্মদ হাছনু মিয়ার সভাপতিত্বে ও প্রধান শিক্ষক মশিউর রহমান জুয়েলের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশন সাধারণ সম্পাদক খন্দকার আব্দুল করিম নিপু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুলাউড়া বিআরডিবির ভাইস চেয়ারম্যান সাংবাদিক তাজুল ইসলাম,ইউপি সদস্য আরিফুল ইসলাম বেলাল,সাবেক ইউপি সদস্য হেলাল মিয়া,প্রতিষ্টানের পরিচালক রাসেল আফজাল,জিয়াউল ইসলাম হারুন,ব্যবসায়ী মোদ্দাবির হোসেন,মোসাদ্দিক আহমেদ,আবুল ফাতাহ।
অপরদিকে পূর্ব রাউৎগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ে নতুন বই বিতরন ও শিশুবরণ অনুষ্টান অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয়ের সভাপতি অশিৎ কুমার চৌধুরীর সভাপতিত্বে ও প্রধান শিক্ষিকা সাকিয়া জোহা চৌধুরীর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী শিক্ষিকা ফাইমা লতিফ চৌধুরী, সেলিনা নাহার খানম, কল্পনা রাণী দাস। রিমা আক্তার পলি,ফারিহা জান্নাত তান্নি,সোহেনা আক্তার জনি প্রমুখ।
Posted ৮:১৬ অপরাহ্ণ | বুধবার, ০১ জানুয়ারি ২০২০
সংবাদমেইল | Nazmul Islam
.
.