
স্টাফ রিপোর্টার,সংবাদমেইল২৪.কম | বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২০ | প্রিন্ট
কুলাউড়ায় পৃথিমপাশা ইউনিয়নের রবিরবাজারে বেসরকারী বাণিজ্যিক ব্যাংক সিটি ব্যাংক লিমিটেড’র এজেন্ট ব্যাংকিং শাখা উদ্বোধন করা হয়েছে।
(১৯ মার্চ) বৃহস্পতিবার সকাল ১১ টায় পৃথিমপাশা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নবাব আলী নকী খান ফিতা কেটে এজেন্ট ব্যাংকিং শাখার উদ্বোধন করেন।
দক্ষিণ রবির বাজার খান ম্যানশনে উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা রবিরবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মোঃ আব্দুল হান্নানের সভাপতিত্বে ব্যবসায়ী ফরিদ আহমদের পরিচালনায় বক্তব্য রাখেন পৃথিমপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নবাব আলী বাকর খান,
সিটি ব্যাংক সিলেটের রিজিওনাল হেড হুমায়ুন কবির, সিটি ব্যাংক এজেন্ট ব্যাংকিং এর সিলেট রিজিওনাল হেড মীর আবু সায়েম, মৌলভীবাজার শাখা ম্যানেজার আহতামাম মঞ্জুর, কুলাউড়া শাখা ম্যানেজার আহমেদ সারওয়ার ফেরদৌস,এজেন্ট ব্যাংকিং মৌলভীবাজার এরিয়া ম্যানেজার মোঃ শামীম উদ্দিন, পৃথিমপাশা ইউপি সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল গফুর, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মনাফ মেম্বার, যুগ্ম সাধারণ সম্পাদক নবাব আলী সাজ্জাদ খান, ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোঃ আব্দুন নূর, ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মাসুদ রানা আব্বাছ, সাবেক মেম্বার ময়ূব হোসেন প্রমুখ।
স্বাগত বক্তব্য রাখেন রবিরবাজার শাখার এজেন্ট ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ সাহিদ আলী।
দোয়া পরিচালনা করেন রবিরবাজার আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল জব্বার। এছাড়াও অনুষ্টানে এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ এবং ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
এ শাখার মাধ্যমে ব্যাংক হিসাব খোলা, নগদ অর্থ জমা ও উত্তোলন, টাকা ট্রান্সফার, বিদ্যুৎ ও অন্যান্য বিল প্রদান, রেমিটেন্স এবং ঋণ সহ বিভিন্ন প্রকার ব্যাংকিং সেবা গ্রহণ করতে পারবে অত্র অঞ্চলের মানুষ।
Posted ৪:১৪ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২০
সংবাদমেইল | Nazmul Islam
.
.