স্টাফ রিপোর্টার,সংবাদমেইল২৪.কম | বৃহস্পতিবার, ২৫ জুলাই ২০১৯ | প্রিন্ট
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার সর্ববৃহৎ ব্যবসা কেন্দ্র রবিরবাজারে বাংলাদেশের ব্যাংকিং জগতের অন্যতম খ্যাতিমান প্রতিষ্ঠান ব্যাংক এশিয়ার এজেন্ট ব্যাংকিং এর শুভ উদ্বোধন হয়েছে।
২৫ জুলাই বৃহস্পতিবার দুপুরে রবিরবাজার জনতা মার্কেটে ব্যাংকিং এজেন্টের উদ্বোধন উপলক্ষে এক দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনায় অংশ নেন কর্মধা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নজিব আলী, বিশিষ্ট রাজনীতিবিদ নবাব আলী ওয়াজেদ খান বাবু, পৃথিমপাশা ইউপির সাবেক চেয়ারম্যান কমরেড মোঃ আব্দুল লতিফ, রাউৎগাঁও ইউপি চেয়ারম্যান আব্দুল জলিল জামাল, লংলা আধুনিক ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আতাউর রহমান, সহকারী অধ্যাপক মোঃ নজমুল হোসেন, রবিরবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আব্দুল হান্নান,ব্যাংক এশিয়ার এরিয়া ম্যানেজার এন এম নোমান, ক্লাস্টার ম্যানেজার মোঃ আব্দুস ছালাম, ব্যাংক এশিয়া রবিরবাজার শাখার এজেন্ট মোঃ উস্তার মিয়া, সহকারী এজেন্ট হাজী মারুফ আহমদ, প্রেসক্লাব কুলাউড়ার সাধারণ সম্পাদক চৌধুরী আবু সাঈদ ফুয়াদ, কালের কণ্ঠ প্রতিনিধি মাহফুজ শাকিল, রবিরবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মাসুদ রানা আব্বাছ, অগ্রণী ব্যাংক রবিরবাজার শাখার ম্যানেজার নানু মিয়া, অগ্রণী ব্যাংকের অফিসার মোঃ শাহাদাত হোসেন, ব্যাংক এশিয়ার মৌলভীবাজার শাখার কর্মকর্তা তুহিন আহমদ, মাতারকাপন শাখার এজেন্ট মাহমুদুর রহমান বাদশা, ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট সাইফুর রহমান, কর্মধা ইউপি সদস্য হেলাল আহমদ, বিশিষ্ট ব্যবসায়ী হেলাল মিয়া।
স্বাগত বক্তব্য রাখেন ব্যাংক এশিয়ার কর্মকর্তা শাহরুল ইসলাম খান। মিলাদ শেষে দোয়া পরিচালনা করেন বাবনিয়া হাসিমপুর নিজামিয়া মাদ্রাসার সুপার মাওলানা মোঃ আহসান উদ্দিন।
Posted ৫:৪৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৫ জুলাই ২০১৯
সংবাদমেইল | Nazmul Islam
.
.