
বিশেষ প্রতিনিধি,সংবাদমেইল২৪.কম | মঙ্গলবার, ১২ জুন ২০১৮ | প্রিন্ট
জাতীয় মানব কল্যাণ ফাউন্ডেশন মৌলভীবাজার শাখার উদ্যোগে কুলাউড়ার বরমচাল ইউনিয়নে শতাধিক গরীব ও দুস্থদের মাঝে ঈদ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
(১১ জুন) সোমবার বিকালে বরমচাল প্রাইমারী স্কুল প্রাঙ্গণে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সিএম জয়নাল আবেদীনের সভাপতিত্বে এবং প্রভাষক ফয়েজ আহমদ শিপুর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন সিলেট শাখার সভাপতি ও স্বাধীনতা চিকিৎসক পরিষদ সিলেট শাখার আহ্বায়ক অধ্যাপক ডা. রুকন উদ্দিন আহমদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মুক্তাদির তোফায়েল, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক ফজলু, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বদরুজ্জামান সজল, বরমচাল ইউপির সাবেক চেয়ারম্যান ইছহাক চৌধুরী ইমরান, জাতীয় শ্রমিকলীগের মৌলভীবাজার জেলা শাখার যুগ্ম আহ্বায়ক এম জামাল হোসেন, বরমচাল ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক হেলাল খান, জাতীয় মানব কল্যাণ ফাউন্ডেশন মৌলভীবাজার জেলা শাখার উপদেষ্ঠা শাহ আলম তালুকদার, স্বেচ্চাসেবকলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক হোসেন মনসুর আহমেদ, সাংবাদিক শাকির আহমদ, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক ফয়েজ আহমেদ, মানব কল্যাণে রক্তদান ফাউন্ডেশন বরচাল ইউনিয়ন শাখার সভাপতি শিপু আহমদ, মানব কল্যাণ ফাউন্ডেশন মৌলভীবাজার জেলা শাখার সদস্য আলী সিদ্দিকী, মনি বেগম, রুবেল আহমদ, মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থার সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) সাংবাদিক মো: ময়নুল ইসলাম এবং শুভেচ্ছা বক্তব্য দেন সাদেক হোসেন।
এসময় অন্যান্যের মধ্যে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা স্বেচ্ছাসেবেিকলগর আহ্বায়ক অজয় দাস. যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা আজাদ আলী শিপু, বরমচাল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু হানিফ, জেলা তথ্য ও প্রযুক্তিলীগের সহ সভাপতি তারেক মাসুদ প্রমুখ।
সংবাদমেইল২৪.কম/এনআই
Posted ৮:১৭ অপরাহ্ণ | মঙ্গলবার, ১২ জুন ২০১৮
সংবাদমেইল | Nazmul Islam
.
.