
স্টাফ রিপোর্টার,সংবাদমেইল২৪.কম | মঙ্গলবার, ১৫ নভেম্বর ২০১৬ | প্রিন্ট
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়ন আওয়ামীলীগ সম্মেলন সম্পন্ন হয়েছে।
(১৫ নভেম্বর) মঙ্গলবার দুপরে ভাটেরা সাইফুল তাহমিনা আলীম মাদরাসা প্রাঙ্গনে আনুষ্ঠানিক ভাবে সম্মেলনের উদ্বোধন করেন উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রেনু।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল মতিন (এমপি)।
সম্মেলনের প্রথম অধিবেশনে সাংগঠনিক সম্পাদক মো: উমেদ আলীর পরিচালনায় সভাপতিত্ব করবেন ভাটেরা ইউপি আ’লীগের সহ-সভাপতি বাহার উদ্দীন জমির মিয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী শ্রমিকলীগের মৌলভীবাজার জেলা সাংগঠনিক সম্পাদক সহকারী অধ্যাপক সিপার উদ্দিন আহমদ,কুলাউড়া পৌর আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ খোরশেদ আলী,জয়চন্ডি আ’লীগের সাধারণ সম্পাদক ইউপি সদস্য লোকমান আহমদ,ভাটেরা ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক মাষ্টার সুলতান আহমদ, জেলা কৃষকলীগের সদস্য আব্দুল মোক্তাদির,উপজেলা ছাত্রলীগ নেতা স্বেচ্ছাসেবকলীগ জেলা কমিটির সহ সভাপতি মাহমুদ হাসান রানা।
এছাড়াও আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের উপজেলার বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সম্মেলনে সাবেক চেয়ারম্যান হাজী ফিরোজ মিয়া তালুকদারকে সভাপতি ও
বদরুল আলম সিদ্দিকী নানুকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
সংবাদমেইল২৪.কম/শরীফ/এনএস
Posted ৩:৪৭ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৫ নভেম্বর ২০১৬
সংবাদমেইল | Nazmul Islam
.
.