বিশেষ প্রতিনিধি,সংবাদমেইল২৪.কম | শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০১৯ | প্রিন্ট
কুলাউড়া উপজেলার ব্রাহ্মনবাজারে একটি ডেন্টাললের দোকান থেকে এক কুপোত-কুপোতি জুটিকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে ব্রাহ্মনবাজার ব্যাবসায়ী কল্যান সমিতি।
সোমবার দুপুরে আলী আমজদ ডেন্টাল নামে ওই দোকানে অবৈধভাবে অনৈতিক কাজে লিপ্ত রয়েছে এমন সংবাদের ভিক্তিতে সমিতির সভাপতি ও সম্পাদক সহ অনান্য সদস্যরা মিলে দোকানে হানা দিয়ে এই জুটিলে আটক করে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উপজেলার ভুকশিমইল ইউনিয়নের শাদিপুর গ্রামের মহতছিন আলীর পুত্র ইয়াসিন আলী (৩৪), ও ভাটেরা ইউনিয়নের জলিল মিয়ার মেয়ে (২৪) এই কুপোত-কুপোতিকে আটক করে থানায় নিয়ে যায়।
কুলাউড়া থানার এস আই খসরুল আমল বাদল জানান, ব্রাহ্মনবাজার ব্যাবসায়ী কল্যান সমিতির নেতারা ফোন দিয়ে থানায় এমন তথ্য জানালে পুলিশ ফোর্স গিয়ে তাদেরকে আটক করে থানায় নিয়ে আশে। পরদিন এই জুটিকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। তবে আটককৃত ছেলে -মেয়ে নিজদের স্বামী-স্ত্রী হিসেবে পুলিশের কাছে দাবী করছে।
Posted ২:৫৩ অপরাহ্ণ | শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০১৯
সংবাদমেইল | Nazmul Islam
.
.