
নিজস্ব প্রতিবেদক: | সোমবার, ১২ জুলাই ২০২১ | প্রিন্ট
কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার হিঙ্গাজিয়া এলাকা থেকে দুইটি গরু সহ দুই চোরকে আটক করেছে পুলিশ।
(১২ জুলাই) সোমবার ভোরে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন- উপজেলার হিঙ্গাজিয়া এলাকার মতিন মিয়ার পুত্র সাকের মিয়া (২২) ও রুস্তম মিয়ার পুত্র জুনেদ মিয়া (২৩)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায় , সোমবার ভোরে কুলাউড়া থানার এসআই পরিমল চন্দ্র দাস ও এসআই বিদ্যুৎ পুরকায়স্থ ব্রাহ্মণবাজার এলাকায় এক বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানকালে দেখতে পান সাকের উত্তর হিংগাজিয়া গ্রামের ছালেক মিয়ার ২ টি গরু চুরি করে গাড়িতে করে পালিয়ে যাচ্ছে। খবর পেয়ে রাত্রিকালীন টহলরত এসআই মাসুদ আলম ভুঁইয়া গরুসহ সাকেরকে আটক করেন। তার গতিবেগ পুলিশের সন্দেহ হলে পুলিশের জিজ্ঞাসাবাদে সে গরু দুটি চুরি করে নিয়ে যাচ্ছে বলে জানায়। পরে তার দেয়া তথ্যমতে অপর চোর জুনেদকে হিঙ্গাজিয়াস্থ তার বাড়ির সম্মুখ থেকে আটক করে পুলিশ।
এ ব্যাপারে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ রায় বলেন, আটককৃত ২ চোরকে সোমবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
Posted ৯:৪৮ অপরাহ্ণ | সোমবার, ১২ জুলাই ২০২১
সংবাদমেইল | Nazmul Islam
.
.