
স্টাফ রিপোর্টার,সংবাদমেইল২৪.কম | মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০১৯ | প্রিন্ট
কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজারে কুখ্যাত চোর বিল্লালকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে ব্রাহ্মণববাজার ব্যাবসায়ী কল্যাণ সমিতি।
সে দীর্ঘদিন থেকে বাজারের দোকানপাট,মোটরসাইকেল ও সিএনজি অটোরিকশা চুরির সাথে জড়িত রয়েছে। এর আগে চুরির ঘটনায় কয়েকটি মামলা রয়েছে।
১৬ সেপ্টেম্বর সোমবার রাতে বাজারের একটি সিএনজি অটোরিকশা চুরির চেষ্টাকালে সে জনতার হাতে আটক হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, ব্রাহ্মণবাজার মনোহরপুর গ্রামের ইছাক মিয়া তার সিএনজি চালিত অটোরিকশা রাস্তার পাশে রেখে বাজার করতে গেলে এ সুযোগে চোর বিল্লাল সিএনজিতে উঠে লুকিয়ে থাকে। বাজার শেষ করে তার সিএনজি গাড়ীটি বন্ধ করে একটি দোকানে তালাবদ্ব করে চলে যান। কিছুক্ষণ পরে পাশের দোকানের লোকজন ভিতরে টুকটাক শব্দ শুনতে পেয়ে সন্দেহ হলে তারা ইছাক মিয়াকে খবর দেন। ইছাক মিয়া দোকানের তালা খুললে দেখা যায় কুখ্যাত চোর বিল্লাল ভিতরে রয়েছে। পরে তাকে ব্রাহ্মণববাজার বনিক সমিতির সভাপতি-সম্পাদকের কাছে হস্তান্তর করলে তাদের জিজ্ঞাসাবাদে সে ওই সিএনজি চুরির জন্য কৌশলে ডুকে পড়ার কথা স্বীকার করে। পরে কুলাউড়া থানার এস আই সনক কান্তি ঘটনাস্থলে পৌছে চোর বিল্লালকে আটক করে থানায় নিয়ে আসেন, মঙ্গলবার সকালে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।
কুলাউড়া থানার ওসি তদন্ত সঞ্জয় চক্রবর্তী বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন সিএনজি অটোরিকশা চুরির ঘটনায় মামলা হয়েছে।
Posted ৭:২৬ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০১৯
সংবাদমেইল | Nazmul Islam
.
.