
বিশেষ প্রতিনিধি,সংবাদমেইল২৪.কম | বুধবার, ১১ সেপ্টেম্বর ২০১৯ | প্রিন্ট
কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজারে ১২ বছরের এক কিশোরী ধর্ষণের শিকার হয়েছে। গত ০৪ সেপ্টেম্বর সকালে এ ঘটনা ঘটে। ঘটনার সাথে জড়িত পিকআপ ভ্যান চালক আজীজ মীর (২৮) কে আটক করেছে পুলিশ।
স্থানীয় লোকজন ও পুলিশ সুত্রে জানা যায়, ঘটনার দিন সকালে পিকআপ ভ্যান চালক আজীজ মীর তারই এক পড়শী কিশোরীকে নিজঘরে জোরপূর্বক ধর্ষণ করে। এঘটনায় কিশোরীর দরিদ্র পিতা কুলাউড়া থানায় মামলা দায়ের করলে পুলিশ পিকআপ ভ্যান চালক আজীজ মীরকে ভাটেরা থেকে গ্রেফতার করতে সক্ষম হয়।
কুলাউড়া থানার ওসি তদন্ত সঞ্জয় চক্রবর্তী জানান, মেয়েকে ডাক্তারি পরীক্ষার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে এবং আজীজ মীরকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
Posted ৪:৪১ অপরাহ্ণ | বুধবার, ১১ সেপ্টেম্বর ২০১৯
সংবাদমেইল | Nazmul Islam
.
.