কুলাউড়া সংবাদদাতা :: | শুক্রবার, ০৩ ডিসেম্বর ২০২১ | প্রিন্ট
কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের ইটাহরীতে নবনির্মিত সৈয়দ আব্দুল মুহিত শামছুন নাহার চৌধুরী হাফিজিয়া মাদ্রাসার ভিত্তিপ্রস্তরস্থাপন করা হয়েছে।
বুধবার (১ ডিসেম্বর) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম ফরহাদ চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাদ্রাসার ভিত্তিপ্রস্তরস্থাপন করেন। উদ্বোধক ছিলেন আল্লামা নজমুদ্দীন চৌধুরী ফুলতলী।
মাদ্রাসার প্রতিষ্ঠাতা, ইতালি প্রবাসী সৈয়দ আব্দুস শহীদ ছয়ফুলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফজলুল হক খান সাহেদ, স্থানীয় ওয়ার্ডের নবনির্বাচিত ইউপি সদস্য সেলিম আহমদ চৌধুরী, সিরাজ নগর চা-বাগানের ব্যবস্থাপক শামীম আহমদ চৌধুরী, সমাজসেবক সৈয়দ আব্দুস সহিদ হারুন, কালের কণ্ঠের প্রতিনিধি মাহফুজ শাকিল, বাংলাদেশ জার্নাল প্রতিনিধি এম এ কাইয়ুম প্রমুখ।
এসময় স্থানীয় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ভিত্তিপ্রস্তর শেষে এক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মাদ্রাসার প্রতিষ্ঠাতা, ইতালি প্রবাসী সৈয়দ আব্দুস শহীদ ছয়ফুল জানান, তাঁর বাবা-মায়ের নামে ইটাহরী গ্রামে দ্বীনি শিক্ষার জন্য এই মাদ্রাসা প্রতিষ্ঠা করা হয়েছে। খুবই শীঘ্রই মাদ্রাসায় পাঠদান শুরু হবে বলে তিনি জানান।
Posted ১২:৫৮ পূর্বাহ্ণ | শুক্রবার, ০৩ ডিসেম্বর ২০২১
সংবাদমেইল | Nazmul Islam
.
.