আন্তর্জাতিকপ্রতিবেদক,সংবাদমেইল২৪.কম | সোমবার, ২০ নভেম্বর ২০১৭ | প্রিন্ট
ব্রিটেনে প্রথম মুসলিম নারী মেয়র হলেন বাংলাদেশি বংশোদ্ভূত কাউন্সিলর নাদিয়া শাহ। ক্যামডেন কাউন্সিলে বুধবার অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে লেবার কাউন্সিলর নাদিয়া শাহকে মেয়র হিসেবে নির্বাচিত করা হয়।
মেয়র হিসেবে শপথ নেয়ার পর গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে নাদিয়া জানান, তার এ অর্জন ব্রিটেনে এবং বাংলাদেশে নারীর ক্ষমতায়নে অগ্রণী ভূমিকা রাখবে।
ক্যামডেনে জন্ম নেয়া নাদিয়ার পৈত্রিক নিবাস বাংলাদেশের মৌলভীবাজার জেলার কুলাউড়ায়। নাদিয়ার বাবা মোহাম্মদ নজরুল ইসলাম ও মা আম্বিয়া ইসলাম মেয়ের এ অর্জনে অত্যন্ত খুশি।
নাদিয়ার বাবার স্বপ্ন ছিল তার মেয়ে এমন কিছু করবেন যেন তিনি সবার জন্য অনুকরণীয় হয়ে উঠতে পারেন।
উল্লেখ্য, নাদিয়া শাহ কুলাউড়া উপজেলা বিএনপির সভা্পতি আলহাজ্ব শওকতুল ইসলাম শকু, কুলাউড়া পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল ইসলামের ভাতিজি।
সংবাদমেইল/জেএইচজে
Posted ১২:০৩ পূর্বাহ্ণ | সোমবার, ২০ নভেম্বর ২০১৭
সংবাদমেইল | Nazmul Islam
.
.