
স্টাফ রিপোর্টার,সংবাদমেইল২৪.কম | মঙ্গলবার, ১০ জানুয়ারি ২০১৭ | প্রিন্ট
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার নবাগত সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ তানভীর হাসানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে অনলাইন গণমাধ্যম ‘সংবাদমেইল টোয়োন্টিফোর ডটকম’।
(১০ জানুয়ারি) মঙ্গলবার দুপুরে নবাগত ভূমি কমিশনারের কার্যালয়ে সংবাদমেইল পরিবারের পক্ষ থেকে এ ফুলেল অভ্যার্থনা জানানো হয়েছে।
এসময় নবাগত সহকারী কমিশনার (ভুমি) এক প্রতিক্রীয়ায় সংবাদমেইলকে বলেন,পদোন্নতি পেয়ে ভূমি কমিশনার হিসেবে তাঁর প্রথম কর্মস্থল কুলাউড়া উপজেলা। দায়িত্ব পালন কালে স্থানীয় গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণীপেশার নেতৃবৃন্দের সার্বিক সহযোগিতা কামনা করেছেন। পাশাপাশি তিনি বলেন সবার সহযোগিতা নিয়ে সৎ ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে যেতে চান।
ফুলেল অভ্যার্থনা প্রদানকালে উপস্থিত ছিলেন, সংবাদমেইলের সম্পাদক প্রভাষক মানজুরুল হক, বাংলাদেশ প্রতিদিন ও নিউজ২৪ টিভির জেলা প্রতিনিধি সৈয়দ বৈয়তুল আলী, সংবাদমেইলের সহযোগি সম্পাদক মোঃ নাজমুল ইসলাম, বার্তা সম্পাদক শরীফ আহমেদ, দৈনিক কাজিরবাজার পত্রিকার কুলাউড়া প্রতিনিধি শাহ আলম শামীম,সংবাদমেইলের চীফ রিপোর্টার জিয়াউল হক।
উল্লেখ্য, মোহাম্মদ তানভীর হাসান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উদ্ভিদ বিভাগে অনার্স-মাস্টার্স সম্পন্ন করে ৩১তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হন। পরে ২০১৩ সালে হবিগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার পদে কর্মজীবন শুরু করেন। সর্বশেষ সিলেট বিভাগীয় কমিশনার কার্যালয়ের সহকারী কমিশনার (সাধারণ) পদে দায়িত্ব পালনকালে পদোন্নতি পেয়ে গত ৮ জানুয়ারি রোববার সহকারী কমিশনার (ভুমি) হিসেবে কুলাউড়ায় প্রথম যোগদান করেন। তিনি ময়মনসিংহ জেলা সদর উপজেলার অধিবাসী। ব্যক্তিগত জীবনে বিবাহিত। স্ত্রী কাজি সাফিয়া ফেরদৌসি কৃষি সম্প্রসারন অধিদফতরের সিলেটের কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন।
সংবাদমেইল২৪.কম/এসএ/এনএস
Posted ৭:৩৮ অপরাহ্ণ | মঙ্গলবার, ১০ জানুয়ারি ২০১৭
সংবাদমেইল | Nazmul Islam
.
.