
স্টাফ রিপোর্টার,সংবাদমেইল২৪.কম | সোমবার, ০৯ জানুয়ারি ২০১৭ | প্রিন্ট
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার নবাগত নির্বাহী অফিসার (ইউএনও) চৌধুরী মোহাম্মদ গোলাম রাব্বী কে ফুলেল অভ্যার্থনা জানিয়েছে অনলাইন গণমাধ্যম ‘সংবাদমেইল টোয়োন্টিফোর ডটকম’।
(৯ জানুয়ারি) সোমবার দুপুরে নবাগত ইউএনওর কার্যালয়ে সংবাদমেইল পরিবারের পক্ষ থেকে এ ফুলেল অভ্যার্থনা জানানো হয়েছে।
এসময় নবাগত ইউএনও গোলাম রাব্বী হাঁসি মুখে এক প্রতিক্রীয়ায় সংবাদমেইলকে বলেন, ইউএনও হিসেবে তাঁর প্রথম কর্মস্থল কুলাউড়া উপজেলা। দায়িত্ব পালনকালে উপজেলার জনপ্রতিনিধি, সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিবর্গ, ব্যবসায়ি, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণীপেশার নেতৃবৃন্দের সহযোগিতা কামনা করেছেন। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষার্থে যে কোন তথ্য দিয়ে সহযোগিতা করতে সকলের প্রতি আহব্বান জানিয়েছেন।
ফুলেল অভ্যার্থনা প্রদানকালে উপস্থিত ছিলেন,সংবাদমেইলের সহযোগি সম্পাদক মোঃ নাজমুল ইসলাম, বার্তা সম্পাদক শরীফ আহমেদ, জাতীয় দৈনিক সংবাদ প্রতিদিনের কুলাউড়া প্রতিনিধি সৈয়দ আশফাক তানভীর,সংবাদমেইলের চীফ রিপোর্টার জিয়াউল হক।
উল্লেখ্য, গোলাম রাব্বী ২০০৭ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি অনার্স-মাস্টার্স সম্পন্ন করে ২৮তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ২০১০ সালে দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার পদে কর্মজীবন শুরু করেন। পরে সিরাজগঞ্জ জেলার কাজীপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) পদে দায়িত্ব পালনকালে পদোন্নতি পেয়ে নতুন ইউএনও হিসেবে ৫ জানুয়ারি কুলাউড়ায় যোগদান করেন। তিনি পাবনা জেলার শরীফপুর উপজেলার অধিবাসী। দাম্পত্য জীবনে গোলাম রাব্বী এক পুত্রসন্তানের জনক।
সংবাদেমইল২৪.কম/এসএ/এনএস
Posted ৩:৪৭ অপরাহ্ণ | সোমবার, ০৯ জানুয়ারি ২০১৭
সংবাদমেইল | Nazmul Islam
.
.