
স্টাফ রিপোর্টার,সংবাদমেইল২৪.কম | রবিবার, ২৬ ফেব্রুয়ারি ২০১৭ | প্রিন্ট
মৌলভীবাজারের কুলাউড়ার দারুচ্ছুন্নাহ ক্যাডেট মাদরাসায় মেডিকেল ক্যাম্পেইন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
(২৬ ফেব্রুয়ারী) রোববার সকালে মাদরাসা কতৃপক্ষের আয়োজনে পৌরশহরের সাদেকপুর মাদরাসা প্রাঙ্গনে এ মেডিকেল ক্যাম্পেইন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় মাদরাসা পরিচালনা কমিটির সম্পাদক মোঃ রমজান আলীর সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক মোঃ শাহাজান আলমের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নেহার বেগম।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সাংবাদিক সমিতি কুলাউড়া ইউনিটের সাধারণ সম্পাদক মোঃ নাজমুল ইসলাম, মাদরাসার অধ্যক্ষ খন্দকার ওজিউর রহমান আসাদ, মাদরাসা পরিচালনা কমিটির সহ-সভাপতি খন্দকার আব্দুস সালাম।
স্বাগত বক্তব্য রাখেন মাদরাসার সিনিয়র শিক্ষক মো: সাদ উদ্দীন।
সভার শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন খন্দকার ইব্রাহীম রহমান।
এছাড়াও উপস্থিত ছিলেন, শিক্ষক মাহবুবুর রহমান,রুমন আহমদ, মাওলানা আবুল কাশেম,বেলাল আহমদ,মাওলানা ফরিদ উদ্দিনসহ অভিবাবকবৃদ।
উল্লেখ্য, কুলাউড়া সূর্যের হাঁসি ক্লিনিকের ব্যবস্থাপনায় দেড় শতাধিক শিক্ষার্থীদের ব্লাড গ্রুপ নির্ণয় করা হয়েছে।
সংবাদমেইল২৪.কম/এসএ/এনএস
Posted ১১:১৮ অপরাহ্ণ | রবিবার, ২৬ ফেব্রুয়ারি ২০১৭
সংবাদমেইল | Nazmul Islam
.
.