
বিশেষ প্রতিনিধি | রবিবার, ১৯ ডিসেম্বর ২০২১ | প্রিন্ট
ডা. এ.কিউ.এম আব্দুল হাই সরকারী চিকিৎসা শাস্ত্রের সর্বোচ্চ পদ অলংকৃত করেছেন। তিনি সিলেট এম.এ.জি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে অধ্যাপক হিসাবে পদোন্নতি পেয়েছেন।
ডা.কিউ.এম আব্দুল হাই বেলাল বর্তমানে ওই মেডিকেল কলেজের প্যাথলজি বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান হিসাবে কর্মরত আছেন। তিনি এর আগে কুলাউড়া উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স সহ বিভিন্ন ইউনিয়ন উপস্বাস্থ্যকেন্দ্রে দক্ষতা ও সুনাম অক্ষুন্ন রেখে দায়িত্ব পালন করেছেন।
ডা. এ.কিউ.এম আব্দুল হাই কুলাউড়া উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের রাউৎগাঁও গ্রামে জন্ম গ্রহন করেছেন। তার পিতা কুলাউড়া নবীনচন্দ্র মডেল উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক মরহুম মোঃ আব্দুল মান্নান ও মাতা মরহুমা রহিমা খাতুন। তাঁর এই সাফল্যে তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন।
Posted ৪:২২ অপরাহ্ণ | রবিবার, ১৯ ডিসেম্বর ২০২১
সংবাদমেইল | Nazmul Islam
.
.