
স্টাফ রিপোর্টার,সংবাদমেইল২৪.কম | সোমবার, ০৯ মার্চ ২০২০ | প্রিন্ট
কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়নের গিয়াসনগর জামে মসজিদ ও শাহী ঈদগাহর পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।
এ উপলক্ষে শুক্রবার মসজিদ প্রাঙ্গনে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম রেনুর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, সাবেক সাংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন, জয়চন্ডী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রব মাহবুব, বিছরাকান্দি জামে মসজিদের সভাপতি হাজী আরজদ আলী, কামারকান্দি জামে মসজিদের সভাপতি মাওলানা আব্দুল ওয়াহিদ, উত্তর কামারকান্দি জামে মসজিদের সভাপতি আব্দুস সহিদসহ এলাকার প্রায় ২শতাধিক মুসল্লিগন।
এসময় সর্বসম্মতিক্রমে অধ্যক্ষ আতাউর রহমানকে সভাপতি এবং রাসেদুল ইসলামকে সাধারণ সম্পাদক মনোনিত করে ৩ বছর মেয়াদি ১৩ সদস্য বিশিষ্ট একটি পরিচালনা কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যন্যরা হলেন- সহ-সভাপতি লুৎফুর রহমান মেহের ও সৈয়দ ইকবাল হোসেন আলো, সহ-সধারণ সম্পাদক ছয়ফুল ইসলাম (সমা), কোষাধ্যক্ষ মাওলানা লুৎফুর রহমান।
সদস্যরা হলেন- আব্দুল মালিক সাতির, মকরম আলী মকাই, কাপ্তান মিয়া, ইসলাম মিয়া, নুরুল আমিন, আব্দুল গফুর ও বদরুল ইসলাম। এছাড়াও প্রবীণ মুরব্বিদের নিয়ে ৯ সদস্য বিশিষ্ট একটি উপদেষ্টা কমিটিও গঠন করা হয়েছে।
Posted ৩:০৮ অপরাহ্ণ | সোমবার, ০৯ মার্চ ২০২০
সংবাদমেইল | Nazmul Islam
.
.