স্টাফ রিপোর্টার,সংবাদমেইল২৪.কম | শুক্রবার, ০৮ নভেম্বর ২০১৯ | প্রিন্ট
কুলাউড়া উপজেলার চৌধুরী বাজার আলিম মাদরাসা ভাইস প্রিন্সিপাল মাওলানা আব্দুল হামিদ আর নেই।
(০৮নভেম্বর) শুক্রবার সকাল ৯ টায় সিলেট এম জি ওসমানী মেডিকেল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৫ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী ২ ছেলে, ১ মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
(৮ নভেম্বর) শুক্রবার বিকাল ৩ টায় মরহুমের প্রথম জানাজার নামাজ চৌধুরী বাজার আলিম মাদরাসা প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে। পরে মরহুমের গ্রামের বাড়ি বিশ^নাথে ২য় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হবে।
এম এম শাহীনের শোক:
চৌধুরী বাজার আলিম মাদরাসা ভাইস প্রিন্সিপাল মাওলানা আব্দুল হামিদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন একাদশ সংসদ নির্বাচনে মহাজোট মনোনীত প্রার্থী সাবেক এমপি ঠিকানা গ্রুপের চেয়ারম্যান এম এম শাহীন। এক শোক বার্তায় তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
এছাড়াও শোক প্রকাশ করেছেন:
কুলাউড়া উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মুক্তাদির তোফায়েল, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আসম কামরুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা ফজলুল হক খাঁন সাহেদ, রাউৎগাঁও ইউপি চেয়ারম্যান আব্দুল জলিল জামাল,বাংলাদেশ সাংবাদিক সমিতি কুলাউড়া উপজেলা ইউনিটের সহ-সভাপতি,কুলাউড়া বিআরডিবির ভাইস চেয়ারম্যান মোঃ তাজুল ইসলাম,সাধারন সম্পাদক নাজমুল ইসলাম,গণকিয়া আলিম মাদরাসার অধ্যক্ষ আবু আইয়ূব আনসারী, বাবনীয়া হাসিমপুর নিজামিয়া আলিম মাদরাসার অধ্যক্ষ মুফতি আহসান উদ্দিন,চৌধুরীর বাজার মাদরাসার সুপার মাওলানা আবুল বাশার,ম্যানেজিং কমিটির সদস্য শাহিন আহমদ,আব্দুল বাছিত,আকবর আলী সোহাগ,সাতির মিয়া,সহকারী শিক্ষক আব্দুল করিম,আব্দুল মালেক,সাবেক ছাত্র কয়ছর আহমদ,আশরাফুল ইসলাম জুয়েল,আব্দুল্লাহ আল জুনেদ,সবুর আহমদ, আসিফ আহমদ,ফয়েজ আহমদ।
Posted ৫:০৩ অপরাহ্ণ | শুক্রবার, ০৮ নভেম্বর ২০১৯
সংবাদমেইল | Nazmul Islam
.
.