বিশেষ প্রতিনিধি:- | শনিবার, ০৬ ফেব্রুয়ারি ২০২১ | প্রিন্ট
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষ্যে কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী জাফর আহমদ গিলমানের কৌলারশি নিজ বাড়ী সংলগ্ন মাঠে ৪ ফেব্রুয়ারী বৃহস্পতিবার সন্ধ্যায় নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
কাদিপুর ইউনিয়নের ২৯টি গ্রামের সহস্রাধিক মানুষের স্বত:স্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ফরিদপুর গ্রামের বিশিষ্ট মুরব্বী ময়ুব আলী।
আব্দুল নাহিদ চৌধুরী ও আরাফাত হোসেন ফরহাদ এর যৌথ পরিচালনায় অনুষ্টিত মতবিনিমিয় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান, কুলাউড়া উপজেলা আওয়ামীলীগ এর সিনিয়র সহ-সভাপতি, কাদিপুর ইউনিয়নের তিনবারের নির্বাচিত সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ এ কে এম সফি আহমদ সলমান।
বক্তব্য রাখেন সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী জাফর আহমদ গিলমান, জেলা পরিষদ সদস্য সেলিম আহমদ, কুলাউড়া পৌরসভার সাবেক কাউন্সিলর ইকবাল আহমদ শামীম, বিশিষ্ঠ সমাজসেবক আব্দুল মতিন, নিয়ামুল ইসলাম কমর, নিউনেশন প্রতিনিধি এম. মছব্বির আলী, যুক্তরাজ্য প্রবাসী ইমরান সফি রুমেল, সমছু মিয়া. ইউপি সদস্য আজিজুর রহমান টিটু, আজাদুর রহমান আজাদ, সমাজসেবক সোহেল আহমদ, ইমন আহমদ রইছ, ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সালাম খান বাপ্পী, কাদিপুর যুব সমাজের সভাপতি সাইফুল ইসলাম, উপজেলা মৎসজীবি লীগের সদস্য সচিব আবুল মনসুর রাজন, উপজেলা ছাত্রলীগের সভাপতি নিয়াজুল তায়েফ, উপজেলা শ্রমীকলীগের যুগ্ম আহবায়ক আরাফাত হোসেন ফরহাদ, উপজেলা ছাত্রলীগ নেতা মিজানুর রহমান মিজান, জয়নুল ইসলাম জামাল, নজরুল ইসলাম রিপন বখস, আলাউদ্দীন, আব্দুল লতিফ সহ আরোও অনেকে বক্তব্য প্রদান করেন। বক্তারা ইউনিয়নের বর্তমান নাজুক অবস্থা থেকে পরিত্রান, মদ, গাঁজা, হেরোইন থেকে যুব সমাজকে রক্ষা করতে এবং ইউনিয়নকে পূর্বের উন্নয়নের ধারায় ফিরিয়ে আনতে জাফর আহমদ গিলমানকে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হওয়ার জোর দাবী জানান এবং উপস্থিত জনতা হাত তুলে সম্মতি প্রদান করেন। সকলের ঐক্যমতের ভিত্তিতে জাফর আহমদ গিলমান চেয়ারম্যান পদে নির্বাচন করার মতামত ব্যক্ত করেন।
উল্লেখ্য, জাফর আহমদ গিলমান কাদিপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম আ ফ ম মোছাদ্দিক আহমদ নোমান ও পরপর তিনবারের নির্বাচিত সাবেক চেয়ারম্যান, বর্তমান কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ এ কে এম সফি আহমদ সলমানের আপন ছোট ভাই।
Posted ৩:৫৮ অপরাহ্ণ | শনিবার, ০৬ ফেব্রুয়ারি ২০২১
সংবাদমেইল | Nazmul Islam
.
.