
স্টাফ রিপোর্টার,সংবাদমেইল২৪.কম | শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২০ | প্রিন্ট
কুলাউড়ার উপজেলার ব্রাহ্মনবাজার ইউছুফ তৈয়বুন বালিকা উচ্চ বিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় ২১ শে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়। সকালে প্রভাতফেরি বিদ্যালয় ক্যাম্পাস থেকে বের হয়ে নাছনী সরকারি পার প্রদক্ষিণ করে ব্রাহ্মণবাজার ঘুরে পুনরায় বিদ্যালয়ে ক্যাম্পাসে এসে শেষ হয়।
অত্র বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতিতে প্রায় দেড় কিলোমিটার জায়গা জুড়ে প্রভাতফেরি ও শহীদ স্মৃতিবিজড়িত স্লোগান দিয়ে বীর সেনাদের স্মরণ করে। প্রভাত ফেরি শেষে বিদ্যালয় ক্যাম্পাসে অবস্থিত শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন করেন। পরে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্টানে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ে শিক্ষক শিক্ষিকামন্ডলী এবং বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা এক এম শাহজালাল ও শিক্ষানুরাগী সরোওয়ার আলম বেলাল ও সফিকুর রহমান উপস্থিত ছিলেন।
Posted ৬:৩৯ অপরাহ্ণ | শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২০
সংবাদমেইল | Nazmul Islam
.
.