
স্টাফ রিপোর্টার,সংবাদমেইল২৪.কম | বুধবার, ১২ সেপ্টেম্বর ২০১৮ | প্রিন্ট
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ ১ মাস ধরে শুন্য থাকায় স্থানীয় জনসাধারণের প্রশাসনিক কাজে চরম ব্যাহত হচ্ছে। শুন্য থাকা এই পদটিতে নতুন ইউনও নিয়োগ দেয়ার জন্য উপজেলার অধিকাংশ নাগরিকরা প্রশাসনের উর্দ্ধতন কতৃপক্ষের কাছে দাবী জানিয়েছেন।
উপজেলা প্রশাসন সূত্রমতে, দায়িত্বে থাকা সর্বশেষ ইউনও চৌধুরী মোঃ গোলাম রাব্বিকে গত ৯ আগষ্ট হঠাৎ করে রাজশাহী বিভাগের তানোর উপজেলায় বদলী করা হয়। এর পর থেকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাদি উর রহিম জাদিদ জেলা প্রশাসনের নির্দেশে ভারপ্রাপ্ত ইউনওর দায়িত্ব পালন করছেন।
এদিকে স্থানীয় প্রশাসনিক কাজে ভুক্তভোগী কয়ছর হোসেন বলেন ভারপ্রাপ্ত ইউনও সহকারী কমিশনার (ভূমি) অফিসের কাজ নিয়ে হিমশিম খেতে হয়। পাশাপাশি ভারপ্রাপ্ত ইউনওর দায়িত্ব পালন কাজে পুরোপুরি সময় দিতে পারছেন না।
এব্যাপারে মৌলভীবাজার জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলামের কাছে জানতে চাইলে মোবাইলে বলেন, কুলাউড়ার শুন্য পদ থাকা ইউনও নিয়োগের বিষয়টি নিয়ে বিভাগীয় কমিশনার স্যারের সাথে কথা হয়েছে। আসা করছি শুন্য পদে দ্রুত ইউনও নিয়োগ দেয়া হবে।
Posted ৭:৪৫ অপরাহ্ণ | বুধবার, ১২ সেপ্টেম্বর ২০১৮
সংবাদমেইল | Nazmul Islam
.
.