
কুলাউড়া প্রতিনিধি :: | সোমবার, ২১ আগস্ট ২০২৩ | প্রিন্ট
কুলাউড়া উপজেলা বিআরডিবির সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা মিন্টু দাস বদলি জনিত কারনে ২১ আগষ্ট সোমবার কুলাউড়া পল্লী উন্নয়ন কর্মকর্তার অফিস কক্ষে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
পল্লী উন্নয়ন কর্মকর্তা খোকন কুমার সাহার সভাপতিত্বে ও পরিদর্শক শহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মোঃ ফজলুল হক ফজলু।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির ব্যবস্থাপনা কমিটির ভাইস চেয়ারম্যান মোঃ তাজুল ইসলাম, কুলাউড়া পল্লী উন্নয়ন অফিসের নবাগত হিসাব রক্ষক তপন আহমেদ, মহিলা কর্মসূচির মাঠ সংগঠক সামছুন নাহার, নাজমিন আক্তার, দিলারা বেগম।
উপস্থিত ছিলেন সদাবিক প্রকল্পের মাঠ সংগঠক ফরোক আহমদ, অপ্রধান প্রকল্পের মাঠ সংগঠক সুজন রায়, অফিস সহায়ক বিজন দেব প্রমূখ। মিন্টু দাশ বর্তমান কর্মস্থল বড়লেখা বিআরডিবি অফিসের ভারপ্রাপ্ত পল্লী উন্নয়ন কর্মকর্তা দায়িত্ত্ব পালন করছেন।
অনুষ্ঠানে শেষে সংবর্ধিত ব্যক্তির হাতে ক্রেস্ট ও উপহার সামগ্রী তুলে দেন অতিথি ও বিআরডিবি পরিবারের নেতৃবৃন্দ।
Posted ৮:৫৭ অপরাহ্ণ | সোমবার, ২১ আগস্ট ২০২৩
সংবাদমেইল | Nazmul Islam
.
.