
স্টাফ রিপোর্টার,সংবাদমেইল২৪.কম | বুধবার, ২০ জুন ২০১৮ | প্রিন্ট
এশিয়ান টিভির সাবেক স্টাফ রিপোর্টার, চ্যানেল এস ইউকের সিনিয়র রিপোর্টার ও প্রেসক্লাব কুলাউড়ার সাংগঠনিক সম্পাদক মোয়াজ্জেম সাজুর কানাডা গমন উপলক্ষে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে।
(১৯ জুন) মঙ্গলবার বিকালে সাপ্তাহিক মানব ঠিকানা কার্যালয়ে প্রেসক্লাব কুলাউড়ার আয়োজনে এ সংবর্ধনা প্রদান করা হয়।
আলোচনা সভায় সংগঠনের সভাপতি আজিজুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক চৌধুরী আবু সাঈদ ফুয়াদের পরিচালনায় বক্তব্য রাখেন মানব ঠিকানার সাবেক সহ-সম্পাদক প্রভাষক সিপার আহমদ, প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ময়নুল হক পবন, বাংলাদেশ সাংবাদিক সমিতি কুলাউড়া উপজেলা ইউনিটের সাবেক সভাপতি প্রভাষক মানজুরুল হক,বর্তমান সভাপতি মোক্তাদির হোসেন,সংবর্ধিত সাংবাদিক মোয়াজ্জেম সাজু,সাংবাদিক সমিতি কুলাউড়া উপজেলা ইউনিটের সিনিয়র সহ-সভাপতি আলাউদ্দিন কবির,সহ-সভাপতি,বিআরডিবির ভাইস চেয়ারম্যান তাজুল ইসলাম,সাধারণ সম্পাদক মোঃ নাজমুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জসীম চৌধুরী প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র প্রবাসী তোফায়েল আহমদ খান,সমাজ সেবক হাজী মারুপ আহমদ,উপজেলা সেচ্ছাসেবক দলের নেতা সুরমান আহমদ,ফটো সাংবাদিক জুয়েল দেব,সাংবাদিক সমিতি কুলাউড়া উপজেলা ইউনিটের সহ-সাংগঠনিক সম্পাদক তুহিন আহমদ পায়েল, রিপোর্টার্স ইউনিটির সভাপতি সৈয়দ আশফাক তানভীর,সহ-সভাপতি সেলিম আহমেদ,সাধারণ সম্পাদক মাহফুজ শাকিল,শুভ প্রতিদিন প্রতিনিধি আব্দুল আহাদ,প্রিয় কুলাউড়ার ব্যবস্থাপনা সম্পাদক মোহাইমিন ইসলাম মাহিন,স্যোসাল কেয়ার অব ন্যাশনের সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম,ঠিকানা ক্লাবের সাধারণ সম্পাদক হুমাইন রশীদ রাজন ।
সংবর্ধিত সাংবাদিক মোয়াজ্জেম সাজু বলেন, কুলাউড়া থেকে আমার সাংবাদিকতার শুরু। আমি যেখানেই থাকি না কেন কুলাউড়া এবং কুলাউড়ার সাংবাদিকতা আমার হৃদয়ে থাকবে। এখানকার সাংবাদিকতার উন্নয়নে আমার অবস্থান থেকে সর্বাত্মক চেষ্টা অব্যাহত থাকবে।
অনুষ্টান শেষে সাংবাদিক মোয়াজ্জেম সাজুর হাতে সম্মাননা স্মারক তুলে দেয়া হয়।
Posted ৪:১৫ অপরাহ্ণ | বুধবার, ২০ জুন ২০১৮
সংবাদমেইল | Nazmul Islam
.
.