
বিশেষ প্রতিনিধি,সংবাদমেইল২৪.কম | শুক্রবার, ৩১ মার্চ ২০১৭ | প্রিন্ট
কুমিল্লা: নগরীর কোটবাড়ি এলাকার দক্ষিণ বাগমারায় সন্দেহজনক জঙ্গি আস্তানায় অভিযানের প্রস্তুতি নিচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। এ অভিযানের নাম দেয়া হয়েছে ‘অপারেশন স্ট্রাইক আউট’। অভিযানের জন্য শুক্রবার সকালে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে যোগ দিয়েছে সোয়াট।
ওই আস্তানার আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। আধা কিলোমিটার দূর পর্যন্ত জনসাধারণের চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। বিশ্বরোড থেকে কোটবাড়ি সড়কে যাওয়ার পথ বন্ধ করে দেয়া হয়েছে।
এছাড়া আস্তানার আশপাশের এলাকায় গ্যাস ও বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেয়া হয়েছে।
কুমিল্লার ওই বাড়িটিতে চার-পাঁচজন সন্দেহভাজন জঙ্গি রয়েছে বলে ধারণা করছে পুলিশ।
ঘটনাস্থলে রয়েছেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) শফিকুল ইসলাম, কাউন্টার টেররিজম ইউনিটের সদস্যরা, বোমা নিষ্ক্রিয়কারী দল ও কুমিল্লা জেলা পুলিশের সদস্যরা।
বুধবার বিকেল থেকে ওই এলাকার বড় কবরস্থানের পশ্চিম পাশে জঙ্গি আস্তানা সন্দেহে নির্মাণাধীন তিনতলা একটি বাড়ি ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পুলিশের ধারণা, সেখানে একটি কক্ষে জঙ্গিরা বোমা ও বিস্ফোরক নিয়ে অবস্থান করছে।
উল্লেখ্য, মৌলভীবাজারের নাসিরপুরে বৃহস্পতিবার অভিযান শেষে ছিন্নভিন্ন সাত জনের লাশ পাওয়া যায়। শুক্রবার সকাল থেকে বড়হাটের সন্দেহভাজন জঙ্গি আস্তানায় অভিযান চলছে। সেখানে থেমে থেমে গুলির শব্দ শোনা যাচ্ছে।
বড়হাটে ‘অপারেশন ম্যাক্সিমাস’, ব্যাপক গুলির শব্দ
সংবাদমেইল২৪.কম/কেইউ/এন আই
Posted ৪:৩৪ অপরাহ্ণ | শুক্রবার, ৩১ মার্চ ২০১৭
সংবাদমেইল | Nazmul Islam
.
.