
বিশেষ প্রতিনিধি,সংবাদমেইল২৪.কম | মঙ্গলবার, ২৬ জুন ২০১৮ | প্রিন্ট
ফাইল ছবিঃ
নাশকতার অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে কুমিল্লায় করা এক মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হাইকোর্টের দেওয়া জামিনের ওপর স্থগিতাদেশ প্রত্যাহার করে নিয়েছেন আপিল বিভাগ।
খালেদা জিয়াকে হাইকোর্টের দেওয়া জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) নিষ্পত্তি করে এই আদেশ দেয়া হয়।
মঙ্গলবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বিভাগ এ আদেশ দেন।
একই সঙ্গে এই আদেশের অনুলিপি পাওয়ার সাত দিনের মধ্যে খালেদা জিয়ার করা জামিন আবেদনের গ্রহণযোগ্যতার বিষয়টি হাইকোর্টে নিষ্পত্তি করতে নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ।
আইনজীবীরা বলছেন, আপিল বিভাগের আজকের আদেশের ফলে এই মামলায় খালেদা জিয়ার জামিন বহাল রইল। তবে তাঁর বিরুদ্ধে অন্য মামলায় থাকায় তিনি এই মুহূর্তে মুক্তি পাচ্ছেন না।
Posted ৬:০২ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৬ জুন ২০১৮
সংবাদমেইল | Nazmul Islam
.
.