
বিশেষ প্রতিবেদক ,সংবাদমেইল২৪.কম | শুক্রবার, ১৩ অক্টোবর ২০১৭ | প্রিন্ট
গাজীপুরের কালিয়াকৈর উপজেলা ডিজিটাল বাংলাদেশের রাজধানী হিসেবে পরিচিতি পাবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক।
তিনি বলেছেন, “এখানে হাইটেক সিটির ভেতরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল বিশ্ববিদ্যালয় নির্মাণ করা হবে। এরই মধ্যে বিশ্ববিদ্যালয়টি পরিচালনার জন্য শিক্ষা মন্ত্রালয়ের মাধ্যমে ভিসি (ভাইস চ্যান্সেলর) খোঁজ করা হচ্ছে। চলছে আইন প্রণয়নেরও কাজ।”
শুক্রবার দুপুরে কালিয়াকৈর প্রগতিশীল ফোরাম কর্তৃক আয়োজিত বিভিন্ন পর্যায়ের শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নিরাপত্তা পরিষদ প্রগতিশীল ফোরামের চেয়ারম্যান সহিদুর রহমানের সভাপতিত্বে এসময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব সুবীর কিশোর চৌধুরী।
এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- কালিয়াকৈর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম, কালিয়াকৈর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রেজাউল করীম রাসেল, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসমত আরা, কালিয়াকৈর পৌর মেয়র মো. মজিবর রহমান, উপজেলা যুবলীগের সভাপতি হিরু মিয়াসহ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ।
মন্ত্রী অনুষ্ঠান শেষে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় ভাল ফলাফলের জন্য ১৫০ জন কৃতী শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি ও সম্মাননা ক্রেস্ট তুলে দেন।
সংবাদমেইল২৪/জেএইচজে
Posted ১১:২৯ অপরাহ্ণ | শুক্রবার, ১৩ অক্টোবর ২০১৭
সংবাদমেইল | Nazmul Islam
.
.