মোজাম্মেল আলী, কার্ডিফ: | মঙ্গলবার, ০৫ অক্টোবর ২০২১ | প্রিন্ট
বাংলাদেশ এসোসিয়েশন কার্ডিফের উদ্যোগে কার্ডিফ বাংলাদেশ সেন্টারে বাংলাদেশ এসাসিয়েশনের সাধারণ সম্পাদক বিশিষ্ট কমিউনিটি সংগঠক হারুন তালুকদারের রোগ মুক্তিসহ কভিড ১৯এ যারা মারা গেছেন এবং যারা এখনো কভিড ১৯ এ আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন তাদের সবার জন্য এক বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
৩ অক্টোবর কার্ডিফ বাংলাদেশ সেন্টারে দোয়া মাহফিলে মোনাজাত করেন আনজুমানে আল ইসলাহ ওয়েলস ডিভিশনের প্রেসিডেন্ট হাফিজ মাওলানা ফারুক আহমেদ । উক্ত মাহফিলে কার্ডিফ বাংলাদেশ এসোসিয়েশনের কর্মকর্তারা ছাড়াও কমিউনিটির অসংখ্য মানুষ উপস্থিত ছিলেন ।
এ ছাড়াও ৪ অক্টোবর বাদ জোহর রিভার সাইড জালালিয়া মসজিদে হারুন তালুকদারের রোগ মুক্তির জন্য মিলাদ মাহফিল ও বিশেষ দোয়া করা হয় । অসংখ্য মুসল্লির উপস্থিতিতে বিশ্ব মুসলিম উম্মা সহ কার্ডিফ কমিউনিটির যারা কভিড ১৯ সহ বিভিন্ন রোগে অসুস্থ আছেন তাদের সবার রোগ মুক্তি এবং মোরদেগানদের রুহের মাগফিরাত বিশেষ দোয়া করেন জালালিয়া মসজিদের ইমাম ও খতিব মাওলানা মোক্তাদির বিন আব্দুল আজিজ ।
Posted ১২:৪৬ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০৫ অক্টোবর ২০২১
সংবাদমেইল | Nazmul Islam
.
.