
সিলেট জেলা প্রতিনিধি,সংবাদমেইল২৪.কম | বুধবার, ১২ এপ্রিল ২০১৭ | প্রিন্ট
সিলেট কেন্দ্রীয় কারাগারে শেষ দেখা করলেন জঙ্গি দেলোয়ার হোসেন রিপনের বাবা-মা ও স্বজনরা।
বুধবার (১২ এপ্রিল) রাত ৮টা ২৫ মিনিটে তারা কারাগার থেকে বের হন।
এর আগে সন্ধ্যা সাতটার দিকে দুটি মাইক্রোবাস ও একটি অটোরিকশা যোগে শেষ দেখা করতে কারাগারে প্রবেশ করেন রিপনের পরিবারের আনুমানিক ২৫ সদস্য। এদের মধ্যে বাবা আ. ইউসুফ, মা আজিজুন্নেছা,ভাই নাজমুল ইসলাম ও তার স্ত্রী রয়েছেন বলে কারা সূত্র জানিয়েছে।
সিলেট কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার ছগির মিয়া জানান, পরিবারের সদস্যদের সাথে শেষ দেখা করার পর রিপনকে গোসল ও তওবা পরানো হবে। রিপনকে তওবা পড়াবেন নগরীর আবু তোরাব মসজিদের ইমাম মাওলানা মুফতি মো. বেলাল উদ্দিন।
সিলেটে সাবেক ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলা মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত এই আসামীর ফাঁসি আজ রাতেই কার্যকর হওয়ার কথা।
সে অনুযায়ী সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে। বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। জেলরোড থেকে বন্দরবাজার পর্যন্ত সড়কে যান চলাচল সন্ধ্যার পর থেকে বন্ধ করে দেওয়া হয়েছে।
সিলেট কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার ছগির মিয়া জানান, ফারুক আহমদের নেতৃত্বে ১০ সদস্যের একটি জল্লাদ প্যানেল রিপনের ফাঁসি কার্যকর করবে। তারা ইতোমধ্যে কারাগারের ভেতরে অবস্থান নিয়েছে।
সংবাদমেইল২৪.কম/এন আই/জে এইচ জেড
Posted ৯:০৭ অপরাহ্ণ | বুধবার, ১২ এপ্রিল ২০১৭
সংবাদমেইল | Nazmul Islam
.
.