
স্টাফ রিপোর্টার,সংবাদমেইল২৪.কম | মঙ্গলবার, ১২ জুন ২০১৮ | প্রিন্ট
কাতারে সড়ক দূর্ঘটনায় নিহত প্রবাসী মাসুক আহমদ (৫২)-এর মরদেহ বাংলাদেশ এয়ারলাইন্স যোগে (১২ জুন) মঙ্গলবার বাংলাদেশ সময় সকাল ৭টার দিকে সিলেট বিমানবন্দরে এসে পৌছায়। নিহত মাসুক আহমদের পরিবারের সদস্যরা এ তথ্য নিশ্চিত করেছেন।
মাসুক আহমদ কুলাউড়া উপজেলার ভূকশীমইল ইউনিয়নের সাবেক ইউপি সদস্য আব্দুছ সোবহানের পুত্র। তিনি তিন মেয়ে ও এক ছেলে সন্তানের জনক।
(১২ জুন) মঙ্গলবার ২টা ৩০মিনিটের দিকে কলাউড়া উপজেলার ভুকশিমইল ইউনিয়নের মুক্তাজিপুর গ্রামের নবীগঞ্জ বাজারে তাঁর জানাজা নামাজ সম্পন্ন হয়ে নিজ কবরস্থানে দাপন সম্পন্ন হয়।
উল্লেখ্য, গত ১৮ মে শুক্রবার বিকেলে কাতারের ছায়লিয়া শহরে মাসুক আহমদ গাড়ি পার্কিং করার সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক (ভ্যান ট্রাক) তাঁর গাড়িটিতে সজোরে ধাক্কা দেয়। এতে মাসুক আহমদের গাড়িটি দুমড়ে মুচড়ে যায়। গাড়িতে থাকা মারাত্মক আহত মাসুক আহমদকে স্থানীয় হামাদ জেনারেল হাসপাতালের আইসিউতে ভর্তি করা হয়। এক সপ্তাহ পর গত ২৬ মে শনিবার বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টায় সেখানে তাঁর মৃত্যু হয়।
মাসুক আহমদের বোন হাসিনা বেগম বিষয়টি নিশ্চিত বলেন, মঙ্গলবার সকালে বিমান একটি বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সিলেট বিমানবন্দরে পৌছায়। দুপুর আড়াইটার দিকে জানাজা সম্পন্ন হয়।
সংবাদমেইল২৪.কম/এনআই
Posted ২:৫৩ অপরাহ্ণ | মঙ্গলবার, ১২ জুন ২০১৮
সংবাদমেইল | Nazmul Islam
.
.